কলকাতা, ১৯ জানুয়ারি:- রাম মন্দির উদ্বোধন হবে সোমবার। ওইদিন রাজ্যে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি না তৈরি হয় তার জন্য একাধিক পদক্ষেপ নিচ্ছে রাজ্য পুলিশ। শুক্রবার বিকালে সব জেলার পুলিশসুপার এবং পদস্থ পুলিশ আধিকারিকদের নিয়ে বৈঠক করেন রাজ্য পুলিশের মহানির্দেশক রাজীব কুমার। সেখানে স্পর্শকাতর এলাকাগুলিতে সকাল থেকে নজরদারির নির্দেশ দিয়েছেন তিনি। রেল স্টেশন, বাস স্ট্যান্ড সহ জনবহুল এলাকা গুলিতেও বিশেষ পুলিশি নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে পুলিশকে এলাকায় টহল দেওয়ার কথা বলা হয়েছে।
বিভিন্ন সপ্র্শকাতর এলাকায় বাহিনী মোতায়েন করার কথা বলা হয়েছে বলে খবর প্রশাসনিক সূত্রে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, সোমবার বাংলায় অশান্তি পাকাতে পারে বিজেপি। সেকারণেই শান্তি বজায় রাখতে আগে থেকেই পদক্ষেপ নিচ্ছে রাজ্যপুলিশ। এদিকে ওইদিন সংহতি মিছিল করবে তৃণমূল কংগ্রেস। হাজরা থেকে শুরু হয়ে পার্ক সার্কাসে গিয়ে শেষ হবে মিছিল। যদিও ওই মিছিল নিয়ে হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন শুভেন্দু অধিকারী। তবে শর্তসাপেক্ষে মিছিল করার অনুমতি দিয়েছে আদালত। সেই মিছিলের শান্তি শৃঙখলা রক্ষাতেও বিশেষ নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।