চিরঞ্জিত ঘোষ,১৯ এপ্রিল:- ট্রেন দুর্ঘটনায় দু পাই খোয়া গিয়েছিল বহুদিন আগে । কয়েকজন বন্ধু মিলে রেললাইনের পাশে ঘুরতে গিয়ে মোবাইল ঘাটতে ঘাটতে কখন যেন গানের দেশে পৌঁছে যায় তারা। কানে হেডফোন ছিল তার । আর গান শুনতে শুনতে কোন এক সময় বসে পড়েছিল ট্রেনের লাইনে কিন্তু সেই সময় দুরন্ত গতিতে ছুটে আসছিল একটি তারকেশ্বর হাওড়া লোকাল । ট্রেন দেখে বন্ধুরা সরে যেতে বলেছিল । কিন্তু কানে হেডফোন থাকায় তার দুই পায়ের উপর দিয়ে চলে গিয়েছিল ট্রেনের চাকা । সময়টা ছিল ২০১৬ সালের ২৩ মার্চ । তারপর আর সেই রকম কিছু আমার মনে পড়েনি কোনরকমে চিকিৎসা করে আজ আমি এক প্রকার গৃহবন্দী। সংসার চালানো দায় হয়ে পরেছিল কোনরকমে বেঁচে আছি। বালিগড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের তিলকা পাড়ার বাসিন্দা সুশান্ত হেমব্রম পেশায় রং মিস্ত্রির কাজ করে দিন কাটাতো। দু পা রেল এক্সিডেন্টের যাওয়ার পর বেকারত্বের জ্বালায় ভুগছে সে।
তার উপর করুনার কারনে লকডাউন জন্য নিরুপায় হয়ে দিন কাটাচ্ছে । এমন সময় তার কাছে খবর আছে তারকেশ্বর পৌরসভার উপ পৌরপিতা উত্তম কুন্ডুর গঠিত বিশেষ বিপর্যয় মোকাবিলার টিম সমাজের বিভিন্ন স্তরের মানুষকে সাহায্য করছে । কোনো ক্রমে ওই বিপর্যয় মোকাবিলার টিমের ফোন নম্বর জোগাড় করে ফোন করা হয়। ফোন করে তার সমস্যার কথা জানায় । তাৎক্ষণিক সেই টিমের পক্ষ থেকে তার বাড়িতে নিত্যপ্রয়োজনীয় সংসারের জিনিস পত্র সহ বিভিন্ন সামগ্রী এসে পৌঁছায় তার হাতে । ওই ব্যক্তির হাতে একটি হুইল চেয়ার গাড়ি তুলে দেন যে তিনি কিছুটা হলেও যাতায়াতের সুবিধা পাবে এছাড়াও নগদ অর্থ প্রদান করেন। উত্তম কুন্ডু বলেন আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে করোনা মোকাবেলায় মানুষকে বাড়তি সুস্থভাবে রেখে আমার এই তিন দ্বারা সমগ্র জিনিসপত্র এলাকায় প্রদান করা হচ্ছে এই বাড়ি থেকে আমাদের কাছে ফোন যায় আমরা যথাযথ ব্যবস্থা করি এবং আমরা কথা দিচ্ছি যাতে হ্যান্ডিক্যাপ কোটায় যে পশ্চিমবঙ্গ সরকারের অনুদান আছে সেটা ব্যবস্থা করে দেয়া যায়।Related Articles
দশ হাজার টাকায় এক মাসের শিশুকে বিক্রী করে ধৃত মা।
হুগলি,১৫ ফেব্রুয়ারি:- কোন্নগর অরবিন্দ পল্লী এলাকার রাখী দত্ত নিজের এক মাসের পুত্র সন্তান কে ১০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ। রাখি দত্ত বলেন আমার স্বামী প্রতিদিন মদ্যপ অবস্থায় বাড়ি ফিরত সংসার চালাতে পারছিলাম না।এখন স্বামী ছেড়ে চলে গেছে চারটে বাচ্চা মানুষ করতে পারছিলাম না। তাই পাশের বাড়ির ঝুমা মন্ডল কে বলি ও তখন […]
রাখী বন্ধন উৎসবে মাতলেন ২২ গজের তারকারা।
সৌরভ রায়, ৩ আগস্ট:- করোনা আবহে উৎসবে ভাঁটা পড়েছে। কিন্তু ভাই-বোনের সম্প্রীতির বন্ধনে বাধা হয় নি। ফলে ঘটা করে অনুষ্ঠান করা না গেলেও, রাখী বন্ধন উৎসবে সামিল হলেন আট থেকে আশি সকলেই। পিছিয়ে ছিলেন না টিম ইন্ডিয়া থেকে বাংলার ক্রিকেটাররাও। দিদি বা বোনের হাত থেকে রাখী পড়ে চলল উপহার বিনিময় ও মিষ্টিমুখের পালা। এদিন পরিবারের […]
৩ মাস পরে আবারও ব্যাট হাতে পিচে ফিরলেন মিস্টার ওয়াল।
স্পোর্টস ডেস্ক , ২৪ জুন:- করোনা উদ্বেগ কাটিয়ে ৩ মাস পর মাঠে প্রস্তুতিতে নেমে পড়লেন ভারতীয় ক্রিকেটার চেতেশ্বর পূজারা। ভারতীয় টেস্ট দলের ব্যাটিং স্তম্ভ রাজকোটে নিজের অ্যাকাডেমিতে অনুশীলন শুরু করে দিলেন। নেটে প্রথমদিন সৌরাষ্ট্রের সতীর্থ ক্রিকেটারদের সঙ্গে ব্যাটিং প্র্যাকটিস করেন পূজারা। ২২ গজে প্রথম দিন চেতেশ্বর পূজারা গত মরশুমে রঞ্জি চ্যাম্পিয়ন করা অধিনায়ক জয়দেব উনাদকাটের […]