চিরঞ্জিত ঘোষ,১৯ এপ্রিল:- ট্রেন দুর্ঘটনায় দু পাই খোয়া গিয়েছিল বহুদিন আগে । কয়েকজন বন্ধু মিলে রেললাইনের পাশে ঘুরতে গিয়ে মোবাইল ঘাটতে ঘাটতে কখন যেন গানের দেশে পৌঁছে যায় তারা। কানে হেডফোন ছিল তার । আর গান শুনতে শুনতে কোন এক সময় বসে পড়েছিল ট্রেনের লাইনে কিন্তু সেই সময় দুরন্ত গতিতে ছুটে আসছিল একটি তারকেশ্বর হাওড়া লোকাল । ট্রেন দেখে বন্ধুরা সরে যেতে বলেছিল । কিন্তু কানে হেডফোন থাকায় তার দুই পায়ের উপর দিয়ে চলে গিয়েছিল ট্রেনের চাকা । সময়টা ছিল ২০১৬ সালের ২৩ মার্চ । তারপর আর সেই রকম কিছু আমার মনে পড়েনি কোনরকমে চিকিৎসা করে আজ আমি এক প্রকার গৃহবন্দী। সংসার চালানো দায় হয়ে পরেছিল কোনরকমে বেঁচে আছি। বালিগড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের তিলকা পাড়ার বাসিন্দা সুশান্ত হেমব্রম পেশায় রং মিস্ত্রির কাজ করে দিন কাটাতো। দু পা রেল এক্সিডেন্টের যাওয়ার পর বেকারত্বের জ্বালায় ভুগছে সে।
তার উপর করুনার কারনে লকডাউন জন্য নিরুপায় হয়ে দিন কাটাচ্ছে । এমন সময় তার কাছে খবর আছে তারকেশ্বর পৌরসভার উপ পৌরপিতা উত্তম কুন্ডুর গঠিত বিশেষ বিপর্যয় মোকাবিলার টিম সমাজের বিভিন্ন স্তরের মানুষকে সাহায্য করছে । কোনো ক্রমে ওই বিপর্যয় মোকাবিলার টিমের ফোন নম্বর জোগাড় করে ফোন করা হয়। ফোন করে তার সমস্যার কথা জানায় । তাৎক্ষণিক সেই টিমের পক্ষ থেকে তার বাড়িতে নিত্যপ্রয়োজনীয় সংসারের জিনিস পত্র সহ বিভিন্ন সামগ্রী এসে পৌঁছায় তার হাতে । ওই ব্যক্তির হাতে একটি হুইল চেয়ার গাড়ি তুলে দেন যে তিনি কিছুটা হলেও যাতায়াতের সুবিধা পাবে এছাড়াও নগদ অর্থ প্রদান করেন। উত্তম কুন্ডু বলেন আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে করোনা মোকাবেলায় মানুষকে বাড়তি সুস্থভাবে রেখে আমার এই তিন দ্বারা সমগ্র জিনিসপত্র এলাকায় প্রদান করা হচ্ছে এই বাড়ি থেকে আমাদের কাছে ফোন যায় আমরা যথাযথ ব্যবস্থা করি এবং আমরা কথা দিচ্ছি যাতে হ্যান্ডিক্যাপ কোটায় যে পশ্চিমবঙ্গ সরকারের অনুদান আছে সেটা ব্যবস্থা করে দেয়া যায়।Related Articles
ভারতীয় দর্শনের পান্ডুলিপির প্রদর্শনী কলকাতায়
কলকাতা, ৩০ জুন:- ভারতীয় দর্শন শাস্ত্র ও গৌড়ীয় বৈষ্ণব আন্দোলনের সঙ্গে যুক্ত প্রামাণ্য পুঁথি পান্ডুলিপি ও গ্রন্থ সমূহের সংরক্ষণের উদ্দেশ্যে ২০০৯ সালের ডিসেম্বরে কলকাতার মনোহরপুকুর রোডে গীতা ভবনে তৈরি হয় ভক্তিবেদান্ত রিসার্চ সেন্টার। এর প্রতিষ্ঠা করেছিলেন সুইডেনের গোথেনবার্গ বিশ্ববিদ্যালয়ের পিএইচডির এক ছাত্র ফার্দিনান্দো সরর্দেল্লা। ফার্দিনান্দো তাঁর গবেষণার জন্য পান্ডুলিপি ও দুষ্প্রাপ্য গ্রন্থের খোঁজে ভারতে এসেছিলেন। […]
তাল তাল সোনা গায়ে নিয়ে রচনার প্রচারে নজর টানছেন লঙ্কা রাজা !
হুগলি, ২৯ মার্চ:- কথায় বলে সোনে কি লঙ্কা।আর এনার নাম লঙ্কা রাজা।সোনার লঙ্কার রাজা রাবণ নয় সুনীল দাসের ডাকনাম লঙ্কা রাজা। যেই রাখুক সার্থক নাম। তাল তাল সোনা পরে ঘোরেন। দেখলে বাপ্পি দাকে মনে পড়তে বাধ্য। সেই লঙ্কা রাজা নজর কাড়লেন রচনার প্রচারে। এদিন চুঁচুড়া বিধানসভা এলাকার বিভিন্ন গ্রামে প্রচার করেন তৃনমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। […]
রাজ্য বিধানসভার অধিবেশন শুরু হলেও, অংশ নিলেন না বিজেপির বিধায়করা।
কলকাতা, ১০ জুন:- শুক্রবার থেকে রাজ্য বিধানসভার অধিবেশন শুরু হয়েছে।বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে ২ মিনিট নীরবতা পালনের পর এদিনের মত অধিবেশন মূলতুবি ঘোষণা করেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। সোমবার বেলা ১১টায় ফের অধিবেশন শুরু হবে। বিজেপি বিধায়করা এদিন অধিবেশনে অংশ নেননি। শুরুতেই এদিন শোকপ্রস্তাব পাঠ করেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। সেখানে রয়েছে কলকাতায় গান গাইতে এসে […]