হুগলি, ১৪ অক্টোবর:- শুভেন্দুর বক্তব্যকে সমর্থন জানিয়ে হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় বলেন, ডিসেম্বরে বাংলার মানুষ এই সরকার কে ফেলে দেবে। কোনো ৩৫৬ করার দরকার নেই। যেভাবে রাজ্যের একের পর এক মন্ত্রীরা জেলে ঢুকচ্ছে তাতে এমনিতেই সরকার পড়ে যাবে। কলকাতায় মেট্রো প্রকল্পে নিয়ে বলেন, মেট্রো প্রকল্প রাজ্যের সাথে একসাথে কথাবার্তা বলেই করা হয়। সেখানে এই ঘটনায় কোলকাতা মেয়র দায়ী আছে।
কেন্দ্রের দিকে দোষ দিলে হবে না। ব্রীজ যখন তৈরী হচ্ছে তখন রাজ্য ক্রেডিট নিচ্ছে। আর ভেঙে গেলে কেন্দ্রের দোষ দিচ্ছে। শুভেন্দু অধিকারীকে পুলিশের নোটিশ পাঠানো নিয়ে লকেট বলেন, এইভাবে শুভেন্দুকে আটকানো যাবে না। নন্দীগ্রামের হারের জ্বালা এখনো রয়েছে। আগামীদিনে মানুষ এর জবাব দেবে। আজ সিঙ্গুরে দলীয় কর্মীসভাতে এসে একথা বলেন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়।