এই মুহূর্তে জেলা

লক্ষ্মীর ঘট বসিয়ে সাড়ম্বরে রাজ্য সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চলছে হাওড়ার জগৎবল্লভপুরে।

হাওড়া, ৪ সেপ্টেম্বর:- রীতিমতো থিম করে মন্ডপে লক্ষ্মীর ঘট বসিয়ে সাড়ম্বরে রাজ্য সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চলছে হাওড়ার জগৎবল্লভপুরে। হাওড়ার জগৎবল্লভপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় এমন অভিনব লক্ষ্মীর ভান্ডার প্রকল্প কর্মসূচি শুরু হয়েছে। বাঙালির দুর্গোৎসবে যেমন থিমের মন্ডপ দেখা যায় ঠিক তেমনই এখানে লক্ষ্মীর ভান্ডার তুলে ধরা হয়েছে বিশেষ থিমে। এতে আকর্ষণও বেড়েছে কয়েক গুণ। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা নিতে মহিলারা সকাল থেকেই ক্যাম্পে ভীড় জমাচ্ছেন। এদিন জগৎবল্লভপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান রঞ্জন কুন্ডু জানান, মমতা বন্দোপাধ্যায় তৃতীয়বার বাংলায় ক্ষমতা আসার আগে বাংলার মহিলাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন ক্ষমতায় এলে মহিলাদের অর্থনৈতিক স্বাধীনতা দেওয়া হবে।

এর জন্য জেনারেল কাস্ট এর জন্য ৫০০ টাকা এবং এসটি/এসসি’দের জন্য হাজার টাকা দেওয়া হবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মধ্য দিয়ে। এটা একটা অভাবনীয় সিদ্ধান্ত ছিল। আগে অনেকেই বলেছিলেন, এ প্রকল্পের কাজ হবেনা। কিন্তু নির্বাচনে জয়লাভ করার তিন মাসের মধ্যে তিনি তার প্রতিশ্রুতি রেখেছেন। গোটা ভারতবর্ষের বুকে একটা রোল মডেল হিসেবে স্থাপিত হয়েছেন। লক্ষ্মীর ভান্ডার প্রকল্প একটা থিম হিসেবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে এখানে। প্রতিটি মানুষকে বার্তা দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের দুয়ারের সরকার প্রকল্পে সাড়া দিয়েছেন বহু মানুষ। ইতিমধ্যেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা অনেকের অ্যাকাউন্টে এসে গিয়েছে। এই টাকা পুজোর বা ঈদে বা বড়দিনের সময় অনেকেরই কাজে আসবে।