এই মুহূর্তে জেলা

বালিতে বাজারে অতিরিক্ত ভিড় কেন দেখতে নিজেই পথে নামলেন প্রাক্তন পুরপিতা।

 

হাওড়া,১৫ এপ্রিল:- দেশজুড়ে করোনা পরিস্থিতিতে চলছে লকডাউন। প্রশাসন থেকে বারবার লকডাউন মেনে চলতে বলা হচ্ছে। কিন্তু তা সত্ত্বেও হাওড়ার সমস্ত বাজারগুলোতে এখনও ভিড় লক্ষ্য যাচ্ছে। এবার বাজারের অতিরিক্ত ভিড় এড়াতে অভিনব ব্যবস্থা নিলেন হাওড়ার বালির প্রাক্তন কাউন্সিলর বলরাম ভট্টাচার্য। বুধবার সকালে বাজারে ঢোকার বাড়তি গেটগুলি বন্ধ করে দেওয়া হয়। বাজারে ঢোকার জন্য কেবল একটি গেট ও বেরোনোর জন্য একটি গেট খোলা রাখার ব্যবস্থা করেন তিনি। বাজারে ঢোকার মুখে প্রত্যেক ক্রেতার হাত স্যানিটাইজার দিয়ে জীবাণুমুক্ত করা হয় এদিন। এবং ভিড় যাতে না হয় তারজন্য রাস্তায় সোশ্যাল ডিসটেন্স রেখে সকলকে লাইনে দাঁড় করানো হয়। এছাড়াও হ্যান্ড মাইকে প্রচার চলে বাজারে। অন্যদিকে, এদিন হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে ড্রোনের মাধ্যমে পুরো এলাকায় নজরদারি চালান বালি থানার পুলিশ প্রশাসন।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.