হাওড়া,১৪ এপ্রিল:- লকডাউন পরিস্থিতিতে মানুষের বিপদে পাশে দাঁড়িয়েছেন হাওড়া সিটি পুলিশের কর্মীরা। এবার বর্তমান পরিস্থিতিতে প্রায় অনাহারে থাকা রাস্তার কুকুর, বিড়ালদের খাওয়ানোর ব্যবস্থা করলেন তাঁরা। এ বিষয়ে পুলিশের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীরাও। হাওড়া সিটি পুলিশ সূত্রে খবর, হাওড়া পুলিশ কমিশনারেট এলাকার বিভিন্ন জায়গায় পথ কুকুর ও বিড়ালদের খাওয়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। মূলত, এইসব প্রাণীরা বিভিন্ন বাজার,রেস্টুরেন্ট, দোকান ও হোটেলগুলির উচ্ছিষ্ট খাবার খেয়েই বেঁচে থাকে। লকডাউনের জেরে এখন সব বন্ধ। তাই রাস্তার কুকুর ও বিড়ালরা খাবার না পেয়ে এখন কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। তাই তাদের মুখে খাবার তুলে দিল হাওড়া সিটি পুলিশ ও স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা। এ বিষয়ে হাওড়া সিটি পুলিশের করোনা বিষয়ক নোডাল অফিসার এসিপি ট্রাফিক অশোকনাথ চট্টোপাধ্যায় বলেন, এই লকডাউন পরিস্থিতিতে পথ কুকুর ও বিড়ালরা যাতে অভুক্ত না থাকে সে বিষয়টিও আমরা নজরে রেখেছি। এখন যেহেতু রাস্তার হোটেল, রেস্তোরা সব বন্ধ তাই এদের খাবারের সমস্যা হচ্ছে। আমরা এই বিষয়ে স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীদের এবং পশুপ্রেমী মানুষের সহযোগিতা পেয়েছি। সকলে মিলেই নেওয়া হয়েছে উদ্যোগ।