কোচবিহার ,৪ এপ্রিল:- অসম-বাংলা সীমান্তের অসমে মদ সহ ধরা পড়ল তুফানগঞ্জ ১ ব্লকের বিডিও শুভজিৎ দাশগুপ্তর গাড়ি। শুক্রবার রাতে অসম পুলিশ ওই গাড়ির চালকসহ চারজনকে গ্রেপ্তার করেছে। লকডাউন চলাকালীন অসম থেকে মদের বোতল নিয়ে বিডিওর গাড়ি এভাবে ধরা পড়ায় প্রশাসনিক মহলে শোরগোল পড়েছে। কোচবিহারের পুলিশ সুপার সন্তোষ নিম্বলকর জানান এটা আমার এক্তিয়ারভুক্ত নয়। কী হয়েছে, তা অসম পুলিশ বলতে পারবে।’ জেলাশাসক পবন কাদিয়ান মারফত জানা যায় এটা পুরোপুরি অসম পুলিশের এক্তিয়ারে। এ ব্যাপারে তারাই বলতে পারবে।’ তবে, অসমের ধুবড়ির পুলিশ সুপার যুবরাজ সূত্রে খবর মদের বোতল বোঝাই অবস্থায় ওই গাড়িটি নাকা চেকিংয়ে ধরা পড়েছে।’ তুফানগঞ্জের-১ এর বিডিও শুভজিৎ দাশগুপ্তোর ফোন মারফত প্রতিদিন ডিউটি আওয়ারের পর গাড়ি নিয়ে চালক চলে যায়। কাল সাড়ে পাঁচটার পর সে গাড়ি নিয়ে চলে যায়। তারপর সে কী করেছে জানা নেই।তুফানগঞ্জে দুটি লাইসেন্স প্রাপ্ত মদের দোকান রয়েছে। লকডাউনের জেরে দোকান দুটি গত কয়েকদিন ধরে বন্ধ রয়েছে। এদিকে সীমান্তে অসম পুলিশের নাকা চেকিং ছিল। বিডিও-র গাড়িটি দাঁড় করায় অসম পুলিশ। তল্লাশি চালিয়ে গাড়ি থেকে বিপুল পরিমাণ মদ উদ্ধার হয়। বিডিও-র গাড়ির চালক সহ গাড়িতে থাকা চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের ডাক্তারি পরীক্ষার পর গোলকগঞ্জ থানায় পাঠিয়ে দেওয়া হয়। শনিবার ধৃতদের জেলা আদালতে তোলা হবে।