হুগলি , ১৪ নভেম্বর:- হিন্দমোটর নন্দনকানন এলাকায় এক ১০ বছরের নাবালিকাকে যৌন হেনস্থার ঘটনায় উত্তেজনা ছড়ালো এলাকায়। শনিবার অভিযুক্ত পৌঢ়কে মাথা ন্যাড়া করে গণধোলাই দিয়ে উত্তরপাড়া থানার পুলিশের হাতে তুলে দেয় উত্তেজিত জনতা। এলাকাবাসীর অভিযোগ গতকাল পাড়ায় খেলা করছিলো ওই নাবালিকা। অভিযুক্ত পৌঢ় মানিক সাহা(৬০) নিজের বাড়ি ফাঁকা থাকার সুযোগে ওই নাবালিকাকে চকলেট ও চিপ্স দেওয়ার লোভ দেখিয়ে নিজের বাড়িতে নিয়ে গিয়ে যৌন হেনস্থা করে। এরপর ওই নাবালিকা চিৎকার শুরু করলে তাকে ছেড়ে দেয় অভিযুক্ত পৌঢ় মানিক সাহা। এদিন সকালে সেই কথা প্রকাশ্যে আসতেই উত্তেজিত হয়ে পরে এলাকার বাসিন্দারা। এরপর অভিযুক্ত পৌঢ়কে আটকে তার মাথা ন্যাড়া করে গণধোলাই দেওয়া হয়। ঘটনার খবর পেয়ে আসে উত্তরপাড়া থানার পুলিশ। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত পৌঢ় মানিক সাহার কঠোর শাস্তির দাবি জানিয়েছে এলাকার বাসিন্দারা।