প্রদীপ সাঁতরা ,৩১ মার্চ:- করোনা আটকাতে লকডাউন গোটা দেশের পাশাপাশি আগামী ১৪ ই এপ্রিল পর্যন্ত এ রাজ্যের চলছে। এমন পরিস্থিতিতে শহর ও তার পার্শ্ববর্তী এলাকার আইনশৃঙ্খলা নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক করতে লালবাজারে গেলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিকেলে নিজে লালবাজারে পৌঁছে কিছুক্ষণ লালবাজারে উঠোনে দাঁড়িয়ে ট্রাফিক কন্ট্রোল রুম, পাশাপাশি গোয়েন্দা বিভাগে অফিসার মাক্স পেয়েছে কিনা তা জানতে চান পুলিশ কমিশনারের কাছে এরপর মুখ্যমন্ত্রী পুলিশ কমিশনারের সঙ্গে একটি রুদ্ধদ্বার বৈঠক করেন। সূত্রের খবর আগামী দিন করোনা ভাইরাস রুখতে প্রয়োজনে যদি কারফিউ করতে হয় সে ক্ষেত্রে সেনার হাতে যদি রাজ্য বা শহরকে দিতে হয় তার জন্য কি করা উচিত এবং সেই ধরনের পরিস্থিতি প্রয়োজন আছে কিনা অথবা বর্তমানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি কিরকম, সকলে নিয়ম মানছে কি না কোন এলাকায় করোনা ছড়িয়ে পড়লে কিভাবে তার প্রতিরোধ করা হবে এসব নিয়ে দীর্ঘ আলোচনা হয়।