হুগলি , ৩০ মার্চ:- রিষড়া থানার পুলিশের পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিলি করা হলো। করোনা ভাইরাস প্রতিরোধ করতে লক ডাউন চলছে সারা দেশজুড়ে। এই পরিস্থিতিতে সমস্যায় পড়েছে দিন আনা দিন খাওয়া অনুষরা। সেই সব মানুষের কথা মাথায় রেখে রবিবার চন্দননগর পুলিশ কমিশনারেটের উদ্যোগে রিষড়া থানার অফিসার ইনচার্জ প্রবীর দত্তর নেতৃত্বে গরীব ভবঘুরে মানুষদের হাতে চাল , ডাল ,আলু ,তেল সহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।এদিকে কমিশনারেটের প্রধান হুমায়ুন কবির জানান কমিশনারেটের অন্তর্ভুক্ত থানা এলাকায় মোট পঞ্চাশ হাজার এই ধরনের মানুষদের পাশে থেকে বিভিন্ন ভাবে সাহায্য করা হবে। আপাতত থানা অনুযায়ী দশ হাজার দুঃস্থ মানুষদের চাল ডাল বিলি করা হবে।পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন আমজনতা।