হাওড়া,২৭ মার্চ:- করোনা সংক্রমণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে ও শহরের জরুরি পরিষেবা নিরবিচ্ছিন্ন রাখতে হাওড়া পৌরনিগমে কমিশনার ও আধিকারিকদের সঙ্গে বৃহস্পতিবার এক জরুরি বৈঠক করেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। এই লকডাউন পরিস্থিতিতে পুর পরিষেবা যাতে সচল থাকে ওই বৈঠকে বিশেষভাবে জোর দেওয়া হয়। অরূপ রায় এদিন বলেন, আমরা বৃহস্পতিবার হাওড়া পুরসভায় করোনা মোকাবিলায় বৈঠক করেছি। ওই বৈঠকে পুরসভার কমিশনার সহ সব বিভাগের আধিকারিকরা উপস্থিত ছিলেন। স্বাস্থ্য, পানীয় জল,
নিকাশি, সাফাই, ড্রেনেজ সহ সব বিভাগ যাতে সচল থাকে, মানুষের যাতে না কোনও পুর পরিষেবা পেতে অসুবিধা না হয় তা নিয়েও ওই বৈঠকে আলোচনা হয়। এছাড়াও আমরা আরও কিছু পদক্ষেপ গ্রহণ করেছি। যেমন, মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ডে সকলকে সাহায্য করার আবেদন জানানো হয়েছে। সকলেই এই কাজে এগিয়ে আসছেন। আমি নিজেও আমার ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে এক লক্ষ টাকা রিলিফ ফান্ডে দিচ্ছি। এছাড়াও সমাজে যারা গরীব মানুষ রয়েছেন তাদের যাতে এই সময়ে কোনও সমস্যায় পড়তে না হয় তারজন্য চাল, আলু সহ খাদ্যসামগ্রী দেওয়ার কাজ শুরু হয়েছে। অনাহারে কেউ যাতে না থাকে সেদিকে আমরা নজর দিয়েছি। মুখ্যমন্ত্রীর আবেদন নিয়ে সর্বত্র প্রচার চলছে।