এই মুহূর্তে জেলা

করোনা সতর্কতা হিসাবে হাওড়ার মাছ বাজার স্যানিটাইজার দিয়ে জীবাণুমুক্ত করা হল।

 

হাওড়া,২৭ মার্চ:– করোনা সতর্কতা হিসাবে স্যানিটাইজেশন করা হল হাওড়ার মাছ বাজারে। হাওড়া স্টেশন সংলগ্ন এই মাছ বাজারে প্রতিদিন ভিন রাজ্য থেকে প্রচুর মাছের ট্রাক এখানে মাছ নিয়ে আসে। তাই সেখান থেকে যাতে না করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ে তারজন্যই এই ব্যবস্থা করা হয় দমকল এবং হাওড়া পুরসভার তরফ থেকে। শুক্রবার সকালে হাওড়ার মাছ বাজারে এই স্যানিটাইজেশনের কাজ হয় জানা গেছে। মূলত তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, মহারাষ্ট্র, ওড়িশা সহ বিভিন্ন রাজ্য থেকে প্রতিদিন কয়েকশো ট্রাক এই হাওড়ার মাছ বাজারে আসে। ফলে বহু মানুষ এখানে আসেন। মাছ বাজারে প্রতিদিন ক্রেতা-বিক্রেতার ভিড় দেখা যায়। তাই যাতে না কোনওভাবে করোনা সংক্রমণ সেখানে ছড়িয়ে পড়ে তারজন্য সর্তকতা হিসেবে এই স্যানিটাইজেশনের কাজ করা হয়। দমকল সূত্রে জানা গেছে, যে শুধু মাছ বাজারই নয়, এরপাশে হাওড়ার পাইকারি যে সবজি বাজার রয়েছে যেখানেও সারা রাজ্যের বিভিন্ন জেলা থেকে ব্যবসায়ীরা সবজি নিতে আসেন। সেখানেও এই স্যানিটাইজেশনের কাজ করা হবে। এই কাজ আগামী কয়েক দিন ধরে চলবে করোনা সর্তকতা হিসেবে।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.