এই মুহূর্তে জেলা

ফের বন্ধ হয়ে গেলো দার্জিলিংয়ের হেরিটেজ টয় ট্রেনে জয় রাইড।


 

প্রদীপ সাঁতরা , ১৬ মার্চ :-  ফের বন্ধ জয় রাইড। দার্জিলিং ও ঘুম স্টেশনের মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে এই পরিষেবা। আপাতত জয় রাইড বন্ধ থাকবে মার্চের ২০ তারিখ পর্যন্ত । উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে একটি নির্দেশিকায় জানিয়ে ছেন টয় ট্রেনের স্পেশাল রাইড অনিবার্য কারনে বন্ধ থাকবে । তবে কী কারণে পরিষেবা বন্ধ থাকছে তা স্পষ্ট করে জানায়নি এই নির্দেশিকায়। দেশ-বিদেশের পর্যটকদের কাছে জয় রাইড বরাবরই আকর্ষণের কেন্দ্রে । দার্জিলিং পর্যটকদের বেড়াতে যাওয়া মানেই জয় রাইডে করে আনন্দ উপভোগ করা । বিশেষ করে বিদেশী পর্যটকদের কাছে এই জয়রাইড খুবই গুরুত্বপূর্ণ । এমনকি জয় রাইডের প্রেমে পড়ে ভিন দেশের পর্যটকেরা পাহাড়ে বেড়াতে আসেন । আবার কখোনো কখনো দেখা যায় বিদেশী পর্যটকেরা একেবারে শিলিগুড়ির এনজেপি স্টেশন থেকে চার্টার্ড টয় ট্রেনে চেপে পাহাড় ভ্রমণে বেরিয়ে পড়েন । মাঝে কয়লা সরবরাহ ও পাহাড়ের বিভিন্ন রাজনৈতিক উত্তাপের কারণের জেরে ভরা পর্যটন মরসুমে দীর্ঘ দিন বন্ধ ছিল টয় ট্রেনের এই পরিষেবা । ফের আবার পরিষেবা বন্ধ হওয়ায় মন খারাপ দেশ-বিদেশ থেকে আসা পর্যটকদের।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.