প্রদীপ সাঁতরা , ১৬ মার্চ :- ফের বন্ধ জয় রাইড। দার্জিলিং ও ঘুম স্টেশনের মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে এই পরিষেবা। আপাতত জয় রাইড বন্ধ থাকবে মার্চের ২০ তারিখ পর্যন্ত । উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে একটি নির্দেশিকায় জানিয়ে ছেন টয় ট্রেনের স্পেশাল রাইড অনিবার্য কারনে বন্ধ থাকবে । তবে কী কারণে পরিষেবা বন্ধ থাকছে তা স্পষ্ট করে জানায়নি এই নির্দেশিকায়। দেশ-বিদেশের পর্যটকদের কাছে জয় রাইড বরাবরই আকর্ষণের কেন্দ্রে । দার্জিলিং পর্যটকদের বেড়াতে যাওয়া মানেই জয় রাইডে করে আনন্দ উপভোগ করা । বিশেষ করে বিদেশী পর্যটকদের কাছে এই জয়রাইড খুবই গুরুত্বপূর্ণ । এমনকি জয় রাইডের প্রেমে পড়ে ভিন দেশের পর্যটকেরা পাহাড়ে বেড়াতে আসেন । আবার কখোনো কখনো দেখা যায় বিদেশী পর্যটকেরা একেবারে শিলিগুড়ির এনজেপি স্টেশন থেকে চার্টার্ড টয় ট্রেনে চেপে পাহাড় ভ্রমণে বেরিয়ে পড়েন । মাঝে কয়লা সরবরাহ ও পাহাড়ের বিভিন্ন রাজনৈতিক উত্তাপের কারণের জেরে ভরা পর্যটন মরসুমে দীর্ঘ দিন বন্ধ ছিল টয় ট্রেনের এই পরিষেবা । ফের আবার পরিষেবা বন্ধ হওয়ায় মন খারাপ দেশ-বিদেশ থেকে আসা পর্যটকদের।