হুগলি,১৫ মার্চ :- আসন্ন পুরভোট এবং ২০২১ এর বিধানসভা ভোটে মানুষের কাছে যাওয়ার লক্ষ্য নিয়ে রবিবার বাংলা ২৯৪ বিধানসভা কেন্দ্রে যে সমস্ত বয়স্ক মানুষ এবং পুরনো দিনের তৃণমূল পার্টি কর্মী ছিলেন যারা বিভিন্ন কারণে সক্রিয় রাজনীতিতে বসে গিয়েছিলেন তাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হলো। বাংলার গর্ব মমতা এই কর্মসূচির অন্তর্গত বয়স্ক মানুষ এবং কর্মীদের সম্মান জানানোর যে কর্মসূচি নেয়া হয়েছে তারই অঙ্গ হিসেবে পালিত হল তৃণমূল কংগ্রেসের এই কর্মসূচিটি । এদিন স্থানীয় মায়া ভবনে মিলিত হয়েছিল পুরনো দিনের বহু বসে যাওয়া এবং তৃণমূলের দুর্দিনে থাকা কর্মীরা। শ্রীরামপুর কেন্দ্রের বিধায়ক ডক্টর সুদীপ্ত রায় শ্রীরামপুরে পুরপ্রধান অমিও মুখোপাধ্যায় এবং রিষড়া পুরসভার পুরপ্রধান বিজয় সাগর মিশ্রর উপস্থিতিতে সকাল থেকে সরগরম ছিল অনুষ্ঠান মঞ্চটি।
বিধায়ক সুদীপ্ত রায় জানান মমতাদি পরিষ্কারভাবে নির্দেশ দিয়েছেন যে যে সমস্ত তৃণমূল কর্মী যারা তৃণমূল দলটা তৈরীর পেছনে যাদের সক্রিয় ভূমিকা ছিল এবং যারা শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করে দলকে ক্ষমতায় এনেছে তাদের প্রকৃত সম্মান দিতে হবে। সেইমতো আজকে আমরা এখানে শ্রীরামপুর বিধানসভা কেন্দ্রের পুরনো কর্মী বয়স্ক মানুষ দের সম্মান জানানো হয়। এবং যেসব কর্মী যারা অভিমানের সক্রিয় রাজনীতি থেকে সরে গিয়েছিলেনতারা আজকে দলের এই কর্মসূচিতে যোগ দিয়েছেন। পুরোনো দিনের কর্মীরা জানান অভিমানে এবং দলের কিছু নেতার ব্যাবহারে আমরা সক্রিয় রাজনীতি থেকে সরে গিয়েছিলাম কিন্তু আজ যেভাবে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায ়আমাদের সম্মান দিয়ে আবার দলের কাজে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছেন তাতে আমরা খুশি এবং তৃণমূল কংগ্রেস আগামী দিনে যাতে আরো সুনামের সঙ্গে মানুষের কল্যাণে কাজে এগিয়ে যায় সেই চেষ্টা চালিয়ে যাব । অন্যদিকে একই রকম অনুষ্ঠান অনুষ্ঠিত হয় চম্পদানি বিধান সভা কেন্দ্রে। সেখানে পুরনো দিনের কর্মীদের সম্মান জানান হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ যাদব।Related Articles
পুলিশ কমিশনার থেকে পদত্যাগ করলেন হুমায়ুন কবীর , তবে কি রাজনীতিতে আসতে চলেছেন তিনি !
হুগলি , ২৯ জানুয়ারি:- পদত্যাগ করলেন চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার হুমায়ুন কবীর। তাঁর পরিবর্তে দায়িত্ব নিচ্ছেন গৌরব শর্মা। সূত্র মারফত জানা যাচ্ছে আগামিকাল সকাল ১০ টার মধ্যেই দায়িত্ব বুঝে নেবেন গৌরব শর্মা। রিলিজ দেওয়া হবে হুমায়ুন কবীরকে। যদিও কেন তিনি ইস্তফা দিলেন, তা এখনও স্পষ্ট নয়। তিনি কি রাজনীতিতে আসছেন তাও স্পষ্ট নয় এখনো। […]
বাংলার ই-রিক্সা পাড়ি দিচ্ছে এবার আফ্রিকা।
হুগলি, ২ অক্টোবর:- বাংলার ই-রিক্সা পারি দিচ্ছে আফ্রিকা। হুগলির সুগন্ধায় তৈরী ই-রিক্সা চলবে ঘানার রাস্তায়। সম্প্রতি লগ্নি আনতে স্পেনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।সেখানে গিয়ে সৌরভ গাঙ্গুলী ঘোষণা করেছিলেন মেদিনীপুরে তৈরী হবে ইস্পাত কারখানা। কর্মসংস্থান হবে বাংলায়।তা নিয়ে নানা কথা ওঠে। সিঙ্গুর থেকে টাটা বিদায়ের পর আর তেমন বলার মত কোনো বড় শিল্প রাজ্যে আসেনি বলে […]
ভুয়ো ভোটার ধরতে মরিয়া তৃণমূল, শেওড়াফুলিতে সাংবাদিক সম্মেলনে বার্তা তৃণমূলের।
হুগলি, ১৭ এপ্রিল:- দিল্লি এবং মহারাষ্ট এবং রাজস্থানে ভুয়ো ভোটার ঢুকিয়ে নির্বাচন বৈতরণী পার হয়েছে,পশ্চিমবঙ্গ কিন্তু সেটা হবে না। কারণ আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক আগে থেকে এই ষড়যন্ত্রটা ধরে ফেলেছে এবং আমাদের সমস্ত কর্মীকে নির্দেশ দিয়েছেন যেকোনো মূল্যে ভুয়ো ভোটারদের ধরতে হবে। সেইমতো ইতিমধ্যে আমরা কাজ আরম্ভ করে দেখতে পাচ্ছি হাজার হাজার এই ধরনের […]