এই মুহূর্তে কলকাতা

নবান্নে মুখ্যমন্ত্রীর সাথে বৈঠকে শোভন বান্ধবী।

 

কলকাতা,১২ মার্চ :-  গত মঙ্গলবার পার্থ চট্টোপাধ্যায় সাথে বৈঠকেও চিরে না ভেহায় এবার নিজেই হাল ধরলেন মমতা বন্দোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বৈশাখী। যা নিয়ে নয়া জল্পনা শুরু রাজনৈতিক মহলে। এদিন বিকেল পৌনে পাঁচটা নাগাদ নবান্নে যান মিল্লি আল আমিন কলেজের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপিকা তারপর সোজা চলে যান ১৪ তলায় মুখ্যমন্ত্রীর ঘরে।  শোভনের বিধানসভায় দলের দায়িত্ব দেওয়া হয়েছে তাঁর স্ত্রী রত্না চট্টোপাধ্যায়কে। যদিও এনিয়ে তাঁদের ক্ষোভের কথা গোপন করেননি শোভন-বৈশাখী। আগের দিন বৈশাখীদেবী বলেছিলেন, “রত্না থাকলে শোভনদার পক্ষে রাজনীতি করা মুশকিল। এটা কোনও ভাবেই সম্ভব নয়।”পর্যবেক্ষকদের মতে, পুরভোটে যাতে শোভন অন্তত বিজেপিতে সক্রিয় না হন তার জন্য ময়দানে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখন দেখার শোভনের দুত এর সাথে বৈঠকে মমতা বন্দোপাধ্যায় কি চাল চেলে বাজিমাত করবেন।এদিকে শোভনও কি ফের তৃনমূলে সক্রিয় ভুমিকা পালন করবে, সেটা সময় বলবে।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.