এই মুহূর্তে জেলা

করোনা নিয়ে আগাম সতর্কতা চুঁচুড়া সদর হাসপাতালে করোনার জন্য আলাদা আইসোলেসন ওয়ার্ড।

হুগলি, ১০ মার্চ :-  করোনা নিয়ে আগাম সতর্কতা জারি করেছে রাজ্য সরকার। ইতিমধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা(হু)-এর সাথে পরামর্শ নিয়ে জেলায় জেলায় আগাম সতর্কতা স্বরূপ ব্যাবস্থা নেওয়া চলছে। সেইমত চুঁচুড়া সদর হাসপাতালে করোনা ভাইরাসে আক্রান্তদের জন্য আলাদা ওয়ার্ডের ব্যাবস্থা করার কাজ শুরু হলো। জেলায় চুঁচুড়া সদর হাসপাতালের পাশাপাশি করোনার জন্য আলাদা আইসোলেসন ওয়ার্ড হচ্ছে আরামবাগ মহকুমা হাসপাতালে। মঙ্গলবার হাসপাতালে আয়োজিত রুগী কল্যান সমিতির বৈঠকে আলাদা আইসোলেসন ওয়ার্ডের প্রস্তাবে সিলমোহর পরার পরই যুদ্ধকালীন তৎপরতায় আইসোলেসন ওয়ার্ড তৈরীর কাজ শুরু হয়ে যায়।

There is no slider selected or the slider was deleted.

                                                                                                                                                                                                                                        সদর হাসপাতালে পুরুষ ও মহিলাদের জন্য পৃথক ঘরে মোট আটটি করে ১৬টি শয্যা থাকছে। এই ১৬টির মধ্যে পুরুষ ও মহিলাদের দুটি করে মোট চারটি শয্যায় ভেন্টিলেশনের ব্যাবস্থা থাকছে। এতদিন পর্যন্ত হাসপাতালের মূল ভবনের থেকে আলাদাভাবে ডাইরিয়া ওয়ার্ড ছিলো। সেই ডাইরিয়া ওয়ার্ডকে মূল ভবনে স্থানান্তর করে সেখানে তৈরী হচ্ছে করোনা ভাইরাসের আক্রান্তদের জন্য আইসোলেসন ওয়ার্ড। রুগী কল্যান সমিতির মিটিং শেষে সমিতির সভাপতি তথা প্রাক্তন সাংসদ ডাঃ রত্না দে নাগ বলেন এই মুহুর্তে করোনা নিয়ে আতঙ্কিত হওয়ার কারন না থাকলেও আমরা এই মারন রোগ নিয়ে কোনরকম ঝুঁকি নিতে চাইছি না। তাই আগেভাগেই আমরা করোনা মোকাবিলায় তৈরী থাকছি।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.