এই মুহূর্তে জেলা

নগদের সাথে সোনা-দানা সহ সাধের পালংখো নিয়ে চম্পট দিলো চোরবাবাজি।

সুদীপ দাস , ২ জানুয়ারি:- নগদের সাথে সোনা-দানা সহ সাধের পালংখো নিয়ে চম্পট দিলো চোরবাবাজি। বাদ পড়েনি শিমূল তুলোয় মোড়া মখমল গদি সন্নিত বিছানাও। শনিবার বিকেলে বাড়িতে ঢুকেই মাথায় হাত পেশায় রেল কর্মী অলোক কুমার যাদবের। চক্ষু চড়কগাছ চুঁচুড়া থানার আকনা নতুনপাড়া এলাকার বাসিন্দাদের। চুরি নিয়ে তরজা শুরু তৃণমূল বিজেপির। আকনা নতুনপাড়া এলাকার বাসিন্দা গৌরী ঘোষের বাড়িতে ভাড়া থাকেন পেশায় রেল কর্মী অলোক কুমার যাদব। ওই বাড়ির দিটি ঘরের একটিতে অলোকবাবু ও অন্যটিতে গৌরীদেবী থাকতেন। গত ২৩তারিখ কোলকাতায় সরষ মেলা উপলক্ষে সেখানেই রয়েছেন গৌরীদেবী। আর বছরের শেষ দিন রাতে ডিউটি যান অলোকবাবুও। ফলে একতলা ওই বাড়িতে কেউ ছিলেন না। শনিবার বিকেলে বাড়িতে ফিরে অলোকবাবু দেখতে পান সদর দরজায় তালা নেই। ঘড়ের ভিতরে ঢুকে দেখেন যাবতীয় জিনিসপত্র লন্ডভন্ড।

আলমারি খোলা। আলমারির ভিতর নগদ প্রায় ৫০ হাজার টাকা সহ প্রায় আড়াই লাখ টাকার সোনার গয়না নেই। সবথেকে বড় কথা ঘরের বিছানা সহ সখের গোটা খাটটিই উধাও। পাশাপাশি পাশে গৌরীদেবীর ঘড়ের কব্জাটিও নেই। ঘরের যাবতীয় জিনিসপত্র লন্ডভন্ড। যদিও গৌরীদেবী না থাকায় সেখান থেকে কি কি খোয়া গেছে জানা যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার তদন্তে নামে ব্যান্ডেল ফাঁড়ির পুলিশ। যদিও চুরির ঘটনায় তৃণমূল-বিজেপি তরজা শুরু হয়ে গেছে। স্থানীয় পঞ্চায়েতের তৃণমূল প্রধান বিদ্যুৎ বিশ্বাস বলেন কিছুদিন আগেই অলোকবাবু তৃণমূলে যোগদান করেছেন। তাই এই চুরির পিছনে বিজেপি জড়িত। অন্যদিকে এবিষয়ে বিজেপির বক্তব্য এলাকায় আলোর অভাব রয়েছে। এর আগেও এখানে চুরির ঘটনা ঘটেছে। আমাদের মনে হয় এই চুরির পিছনে তৃণমূলের যোগসাজেশ রয়েছে।