হাওড়া, ৩০ নভেম্বর:- হাওড়ার জগাছা ও ব্যাঁটরা এলাকায় দুটি পৃথক ঘটনায় দুই গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। জগাছার হাটপুকুরে এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। অন্যদিকে, ব্যাঁটরার নেতাজি সুভাষ রোডেও এক গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। জগাছা থানা এলাকার হাটপুকুরে এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটে। মৃতার নাম সুষমা মান্না (৩৫)। মৃতার দাদার অভিযোগ, পারিবারিক অশান্তির জেরে তাঁর বোনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে বোনের শ্বশুরবাড়ির পক্ষ থেকে তাঁরা একটি ফোন পান। ফোনে খবর পেয়ে সেখানে গিয়ে দেখেন বোনের দেহ মেঝেতে রাখা আছে। স্বামীর দাবি স্ত্রী সুষমা গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন। যদিও মৃতার পরিবার মনে করছেন তাঁকে শ্বশুরবাড়ির লোকজন হত্যা করেছে। সেই মর্মে পুলিশকে অভিযোগ জানানো হয়েছে। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে। অন্যদিকে, গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে ব্যাঁটরায়। ব্যাঁটরা থানা এলাকার নেতাজি সুভাষ রোডে ঘর থেকে এক গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে ওই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, মৃতার নাম অনিতা ঘোষ ( ৪২ )। পারিবারিক অশান্তির কারণে এই ঘটনা বলে মনে করা হচ্ছে।