এই মুহূর্তে জেলা

বসন্তকে স্বাগত জানিয়ে উত্তরপাড়া ‘গোল’ এর চতুর্থ বর্ষের বসন্ত উৎসব পালিত হলো।

 

প্রদীপ সাঁতরা,৯ মার্চ :-  বসন্ত কে স্বাগত জানিয়ে বাঙালির দোল উৎসবের প্রাক্কালে আজ  উত্তরপাড়ায় উত্তরপাড়া গভর্মেন্ট হাই স্কুল প্রাঙ্গণে ‘গোল’ এর চতুর্থ বর্ষের বসন্ত উৎসব পালিত হলো মহা সমারোহে । এই স্কুল প্রাঙ্গণে নানা রঙের আবির নিয়ে খেলায় মেতে উঠেছিল বিভিন্ন বয়সের ছেলে মেয়েরা। উপস্থিত ছেলে মেয়েদের রঙের খেলায় স্কুল প্রাঙ্গনএর চারিদিক রঙিন ধোঁয়ায় ভরে গিয়েছিল। এই বসন্ত উৎসবে উপস্থিত ছিলেন উত্তরপাড়া পৌরসভার পৌরপিতা দিলীপ যাদব ও বিশিষ্ট সমাজসেবী ও ১৭ নং ওয়ার্ডের পৌর সদস্য সুব্রত মুখার্জী মহাশয়। এই উৎসবের প্রাঙ্গণে নৃত্যের মাধ্যমে সবাই কে মাতিয়ে দিয়েছিলো সুর ও বাণী কলাক্ষেত্র উত্তরপাড়া , শ্রীমতি পায়েল সাহা তা-থৈ, ভদ্রকালী ও পরম্পরার উত্তরপাড়ার সকল ছোট বড় শিল্পীরা।

There is no slider selected or the slider was deleted.

                                                                                                                                                                                                                                              রবীন্দ্র নৃত্যের মাধ্যমে তাদের পরিবেশন যা উপস্থিত উত্তরপাড়ার বাসীদের মন জয় করে নেয়। এছাড়া কণ্ঠ সংগীতে ছিলেন অরিজিৎ চ্যাটার্জী , উৎপল ফকির ও সহজমার শিল্পী বৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চলনায় ছিলেন বিশিষ্ট বাচিক শিল্পী পল্লব বিষ্ণু। ‘গোল’ এর সমগ্র বসন্ত উৎসবের আয়োজনে ছিলেন সংগঠনের প্রতিষ্টাতা সম্পাদক দীনেশ ঘোষ। উনি তার বক্তব্যে বলেছেন এই উৎসব যাতে সুস্থভাবে পরিচালিত হয় তার জন্য কঠোর নিরাপত্তার ব্যবস্থা করেছেন, যেটা একটি ড্রোনের মাধ্যমে উৎসব প্রাঙ্গন নজর দারি তে ছিল। তিনি বলেছেন এই উৎসব যাতে ভবিষ্যতে উত্তরপাড়া বাসীদের মন আরও আনন্দ দেয়া যায় তারই চেষ্টা করবেন।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.