এই মুহূর্তে জেলা

কোচবিহারে প্রথম মহিলা কর্মী দ্বারা পরিচালিত ডাকঘরের সূচনা।


 

 কোচবিহার,৭ মার্চ :-   বিশ্ব নারী দিবসের প্রাককালে নারীর ক্ষমতায়নকে সম্মান জানাতে কোচবিহার নিউটাউন উপ-ডাকঘরকে মহিলা কর্মী দ্বারা পরিচালিত ডাকঘর হিসেবে চিহ্নিত করা হল। শনিবার এই উপলক্ষ্যে একটি উদ্বোধনী অনুষ্ঠানও হয়। নারীদের কাজের গতিকে সম্মান জানাতে কেন্দ্রীয় সরকারের নির্দেশে দেশের প্রতিটি জেলায় কমপক্ষে একটি করে মহিলা ব্রাঞ্চ খোলা হচ্ছে পোস্ট অফিসের পক্ষ থেকে। সেই নির্দেশ মেনে এদিন কোচবিহার নিউটাউন উপ-ডাকঘর মহিলা শাখার উদ্বোধন করা হয়। ডাক বিভাগের কোচবিহারের বিভাগীয় সুপারেন্টেন্ড রূপক কুমার সিনহা। ডাক বিভাগের পক্ষ থেকে জানা যায়, দফতরের কোচবিহার জেলা ও বিভাগের ভৌগলিক অবস্থানে এই ধরণের মহিলা পরিচালিত পোস্ট প্রথম চালু হল। এই উপ-ডাকঘরে মোট তিনজন মহিলা কর্মী থাকবেন। এদের একজন সাব পোস্ট মাস্টার, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট ও এমটিএস।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.