এই মুহূর্তে জেলা

চন্দ্রকোনা এলাকায় ভাঙ্গা সেতুর উপর দিয়ে যাতায়াত উদাসীন প্রশাসন।


 

পশ্চিম মেদিনীপুর,৭ মার্চ :-  পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা টাউন থানার ভগবন্তপুর অঞ্চলের কামারখালী এলাকায় ভৈরবী খালের উপর থাকা পাকা সেতুটি তিন বছর ভাঙা অবস্থায় রয়েছে। ভাঙ্গা সেতুর উপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে এলাকার বাসিন্দারা যাতায়াত করেন। ওই সেতু দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ যাতায়াত করেন।স্থানীয় বাসিন্দারা বারবার স্থানীয় প্রশাসন ও অঞ্চল প্রধান কে সেতুটি মেরামত করার জন্য দাবি জানালেও এখনো পর্যন্ত সেতুটি মেরামত করার কোন উদ্যোগ গ্রহণ করেনি প্রশাসন। যেকোনো সময় সেতুটি ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা করছেন এলাকার বাসিন্দারা।যার ফলে জীবনের ঝুঁকি নিয়ে হাজার হাজার মানুষকে ওই ভাঙ্গা সেতুর উপর দিয়ে যাতায়াত করতে হয়। সানিয়া বাসিন্দাদের অভিযোগ যদি স্বপ্ন ভেঙ্গে কোন বড় ধরনের দুর্ঘটনা ঘটে তার দায় কে নেবে।

There is no slider selected or the slider was deleted.

                                                                                                                                                                                                                          ওই এলাকার গ্রামবাসীদের পক্ষ থেকে জানানো হয় যে দ্রুত সেতুটি মেরামত না করা হলে তারা বাধ্য হবেন বৃহত্তর আন্দোলন শুরু করতে। চন্দ্রকোনার বিধায়িকা ছায়া দোলুই বলেন কামারখালী গ্রামে ভৈরবী খালের উপর থাকা সেতু টি জরাজীর্ণ অবস্থায় রয়েছে বিষয়টি নজরে রয়েছে। প্রশাসনকে বলেছি দ্রুত সেতুটি মেরামত করে দেওয়ার জন্য। যাতে ওই এলাকার গ্রামবাসীরা ভালোভাবে সেতুর উপর দিয়ে যাতায়াত করতে পারে।গ্রামবাসীদের পক্ষ থেকে জানানো হয় যে যদি প্রশাসন সেতুটি মেরামত করার উদ্যোগ গ্রহণ না করে। তাহলে আমরা লিখিতভাবে সেতুটি মেরামত করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে জানাব। আশা করি তিনি আমাদের আবেদনে সাড়া দিয়ে সেতুটি মেরামত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.