এই মুহূর্তে জেলা

চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যু। ঘটনায় গ্রেফতার ২।

 

হাওড়া,৭ মার্চ :-  শুক্রবার চলন্ত ট্রেন থেকে নিচে পড়ে মৃত্যু হয়েছিল এক যাত্রীর। ওই ঘটনায় তদন্তে নেমে ২ জনকে গ্রেফতার করেছে জিআরপি। পাওয়া গিয়েছে মৃতের পরিচয়। ঘটনাটি ঘটেছিল শুক্রবার বিকেল ৪টে নাগাদ বালি ও উত্তরপাড়া স্টেশনের মাঝে। জিআরপি খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেহটি উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে মৃতের পরিচয় জানা যায়। আপ মালদা ইন্টারসিটি এক্সপ্রেসে ঘটনাটি ঘটে। কিভাবে ওই যাত্রী চলন্ত ট্রেন থেকে নিচে পড়ে গেলেন তার তদন্তে নামে রেল পুলিশ। জানা গেছে, হাওড়া থেকে মালদা ইন্টারসিটি এক্সপ্রেসে উঠেছিলেন বছর উনিশের ওই যুবক। তাঁর নাম শুভ্রজ্যোতি পাল। নলহাটি যাচ্ছিলেন তিনি। জানা গেছে, ওই কম্পার্টমেন্টে হকারদের মধ্যে বিক্রিত দ্রব্য রাখাকে কেন্দ্র করে নিজের মধ্যে হাতাহাতি ও মারামারি শুরু হুয়। ওই যুবক সে সময় চলন্ত ট্রেনের গেটের সামনে দাঁড়িয়েছিলেন।

There is no slider selected or the slider was deleted.

                                                                                                                                                                                                            মারামারি করার সময় এরা আচমকা ওই যুবকের গায়ে পড়ে গেলে তিনি দেহের ভারসাম্য রাখতে না পেরে ট্রেন থেকে নিচে পড়ে যান।এতেই তাঁর মৃত্যু হয়। বালি এবং উত্তরপাড়া স্টেশনের মাঝে ঘটনাটি ঘটে। বেলুড় জিআরপির তদন্তে নেমে দু’জনকে গ্রেপ্তার করেছে ব্যান্ডেল স্টেশন থেকে। ধৃতদের আদালতে তোলা হয়েছে।বেলুড় জিআরপি জানায়, শুভ্রজ্যোতি পাল নামের ওই যুবক বীরভূমের নলহাটি যাওয়ার উদ্দেশ্যে রওনা হন। ওই সময় ওই কম্পার্টমেন্টে হকারদের মধ্যে বিক্রিত দ্রব্য রাখাকে কেন্দ্র করে নিজের মধ্যে হাতাহাতি শুরু হয়। হাতাহাতি হওয়ার সময় ট্রেনের গেটের সামনে দাঁড়িয়ে থাকা শুভজ্যোতি পালের গায়ে আচমকাই পড়ে যান এক হকার।শুভজোতির গায়ে পড়লে শুভজ্যোতি ট্রেন থেকে নিচে পড়ে যান। সেখানেই তাঁর মৃত্যু হয়। বেলুড় জিআরপির তৎপরতায় দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে ব্যান্ডেল স্টেশন থেকে। ঘটনার তদন্ত চলছে।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.