হাওড়া, ১৪ জুন:- এবার হাওড়ায় হেরোইন সহ গ্রেপ্তার এক মহিলা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে হাওড়ার গোলাবাড়ি থানা এলাকার কিংগস রোডে। ধৃতকে বুধবার হাওড়া আদালতে তোলা হয়। ধৃতের বিরুদ্ধে জামিন অযোগ্য মাদক আইনের একাধিক ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। পুলিশ সূত্রের খবর, ধৃত মহিলার নাম মনু শেখ (৫৭)। তার বাড়ি ক্যানিং এর জীবনতলায়। ধৃতের কাছ থেকে ১,৩২০ গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করা হয়েছে। যার বাজার মূল্য প্রায় সাড়ে ৫ কোটি টাকা। গোপন সূত্রে খবর পেয়ে গোলাবাড়ি থানার পুলিশ তাকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রের খবর ওই মহিলা ক্যারিয়ারের কাজ করেন।
ওই হেরোইন কাউকে সাপ্লাই দিতে যাবার সময় পুলিশের কাছে হাতেনাতে ধরা পড়েন। কিন্তু প্রশ্ন এই হেরোইন পাচারের মূল পান্ডা কে? কার কাছেই বা ওই মহিলা এই নিষিদ্ধ হেরোইন দিতে যাচ্ছিল? এর পিছনে কি কোনও চক্র কাজ করছে? তা জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে গোলাবাড়ি থানার পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃতকে হেফাজতে নিয়ে তাকে আরও জিজ্ঞাসাবাদ করে আসল মাথাদের ধরা হবে।