এই মুহূর্তে কলকাতা

মুখ্যমন্ত্রীর উদ্যোগে প্রণবানন্দ তোরনের শিলান্যাস বালিগঞ্জে।

 

কলকাতা,২১ ফেব্রুয়ারি:-  ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দ মহারাজের ১২৫ তম জন্মতিথি উপলক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকারের  পক্ষ থেকে বালিগঞ্জে তৈরি হবে একটি প্রণবানন্দ তোরণ বা গেট। শুক্রবার সকালে বালিগঞ্জ স্টেশন সংলগ্ন সংঘের চিকিৎসাকেন্দ্রের সামনে তোরনের শিলান্যাস করেন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। 125 বছর উপলক্ষে স্বামী প্রণবানন্দের স্মরণে যত শীঘ্র সম্ভব এই তোরণ তৈরীর কাজ শেষ করা হবে।সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যাযে উদ্যোগে বালিগঞ্জের রাসবিহারী অ্যাভিনিউয়ের শেষে সংঘের চিকিৎসা কেন্দ্রের সামনে স্বামী প্রণবানন্দের নামে এই তোরন  হবে। যেটি রাজ্য সরকার উদ্যোগ নিয়ে করে দিচ্ছে। তিনি বলেন বৃহস্পতিবার কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে স্বামী বিবেকানন্দের 125 বছর অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।সেখানেই এই নিযে আলোচনা হয়। একদিন পরেই সকালে যেহেতু শিবরাত্রির তিথি সেই শুভ তিথিতে মন্ত্রী সুব্রত মুখার্জি এই তোরণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। কাউকে তিনি বলেন, যুগাচার্য স্বামী প্রণবানন্দের জীবনের দশটি বছর কেটেছিল বালিগঞ্জের এখানেই। বহু কাজ করেছেন। এই বালিগঞ্জই হল সংঘের মূল কেন্দ্র। এই মাসেই কাজ শুরু হযে যাবে এবং আশা করা যায় এক বছরের মধ্যেই কাজ শেষ হবে। পুরোটাই রাজ্য সরকারের দাযিত্বে।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.