এই মুহূর্তে জেলা

বাঁকুড়ার সার্জিক্যাল বিভাগের বেডে বসে পরীক্ষা দিল সিমলাপালের পল্লীভারতী হাই স্কুলের ছাত্র শুভ চক্রবর্ত্তী।


 

 বাঁকুড়া,১৮ ফেব্রুয়ারি:-  বাঁকুড়া ম্যাডিকেলের সার্জিক্যাল বিভাগের বেডে বসে এবার জীবনের প্রথম বড় পরীক্ষা দিল বাঁকুড়ার সিমলাপালের পল্লীভারতী হাই স্কুলের ছাত্র শুভ চক্রবর্ত্তী। নিয়ম অনুযায়ী ওই ছাত্রের সিমলাপাল ব্লকের লক্ষীসাগর হাইস্কুল থেকে পরীক্ষা দেওয়ার কথা ছিল। কিন্ত গত ১৩ ফেব্রুয়ারী সে বাইক দূর্ঘটনায় আহত হয়ে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি হয়। শারিরীক অসুস্থতাকে তোয়াক্কা না করে হাসপাতালের সার্জিকেল ওয়ার্ডের বেডে বসেই জীবনের প্রথম বড় পরীক্ষার সম্মুখীন হওয়ার আবেদন জানায় মধ্যশিক্ষা পর্ষদের কাছে,ছাত্রের আবেদনে সাড়া দিয়ে মধ্য শিক্ষা পর্ষদের পক্ষ থেকে আহত ও অসুস্থ ঐ ছাত্রের পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।  হাসপাতালে গিয়ে ওই পরীক্ষার্থীকে শুভেচ্ছা জানিয়ে আসেন জেলা পরিষদের সভাধিপতি মৃত্যুঞ্জয় মুর্ম্মু, পৌরপ্রধান মহাপ্রসাদ সেনগুপ্তেরা। মধ্যশিক্ষা পর্ষদের বাঁকুড়া জেলা আহ্বায়ক গৌতম দাস জানিয়েছেন , আহত পরীক্ষার্থীর অভিভাবকদের আবেদনের ভিত্তিতে তার পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এখন বাকি পরীক্ষা গুলিও সে এখান থেকেই দেবে বলে তিনি জানিয়েছেন।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.