এই মুহূর্তে জেলা

উন্নয়নকে হাতিয়ার করে বঙ্গধ্বনি কর্মসূচি পালন বৈদ্যবাটি পুরসভার ১০ নম্বর ওয়ার্ডে।


হুগলি , ১৩ ডিসেম্বর:- শুক্রবার থেকে শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের ডাকে বঙ্গধ্বনি যাত্রা। ইতিমধ্যে সারা রাজ্যের বিভিন্ন গ্রামাঞ্চল শহর অঞ্চল পঞ্চায়েত ও পুরো এলাকায় চলছে এই কর্মসূচি। সরকারের দশ বছরের উন্নয়নকে হাতিয়ার করে বঙ্গধ্বনি কর্মসূচি পালন করল তৃণমূল কংগ্রেসের কর্মীরা। রবিবার ছুটির দিন বৈদ্যবাটি পুরসভার ১০ নম্বর ওয়ার্ডে পুরপ্রশাসক মন্ডলীর সদস্য তথা বিদায়ী কাউন্সিলর সুবীর ঘোষের নেতৃত্বে দলীয় কর্মীরা এলাকায় মিছিল করেন। বিজেপির বিরুদ্ধে স্লোগান দিয়ে বাড়ি বাড়ি প্রচার করেন।

সুবীর বলেন বিজেপির বিরুদ্ধে উন্নয়নই আমাদের হাতিয়ার। 10 কোটি মানুষের চিকিৎসার ব্যাপারে রাজ্য সরকার এগিয়ে এসেছে এই প্রকল্পের মাধ্যমে। প্রতিটি পরিবারকে 5 লক্ষ টাকার স্বাস্থ্যবীমা করে দেয়া হচ্ছে। ফলে বাংলার আর কোন মানুষ বিনা চিকিৎসায় থাকবেন না। এর জন্য রাজ্য সরকাররের প্রতিবছর কুড়ি হাজার কোটি টাকা খরচ হবে আজকের বঙ্গধ্বনি অনুষ্ঠানে বহু মানুষ উপস্থিত থেকে এই কাজের প্রশংসা করেছেন।