এই মুহূর্তে জেলা

কয়লাখনিতে ধারাবিহিক বিস্ফোরণের জেরে অধিকাংশ বাড়িতে বড়বড় ফাটল। আতঙ্কে এলাকাবাসী।

 

 বাঁকুড়া,১৮ ফেব্রুয়ারি:-  বাঁকুড়ার বড়জোড়ার কেশবপুর, মনিহারী,কর্মকারপাড়া, বাগুলিয়া এলাকার অধিকাংশ বাড়ির দেওয়ালে বড়বড় ফাটল দেখা দিয়েছে।খোলামুখ কয়লাখনিতে ধারাবিহিক বিস্ফোরণের জেরেই এরকম হচ্ছে বলে দাবি এলাকাবাসীর। যে কোন সময় হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়তে পারে বাড়িগুলি। কোলিয়ারী কর্তৃপক্ষ থেকে প্রশাসন সর্বস্তরে জানিয়েও কোন লাভ হয়নি বলে অভিযোগ। বাগুলীয়া কয়লা খনি সংলগ্ন এলাকার কেশবপুর গ্রামে দেখা গেল, অধিকাংশ বাড়িতেই বড়সড় ফাটল দেখা যাচ্ছে। এরপরেও প্রতিদিন নিয়ম করে এই কোলিয়ারীতে বিস্ফোরণ ঘটিয়ে কয়লার চাঙ্গড় ফাটিয়ে তা তোলা হচ্ছে। ফলে বিস্ফোরণের জেরে এলাকার বাড়ি গুলি ফাটল ধরেছে বলে অভিযোগ। ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবিতে গতকাল থেকে কোলিয়ারির গেটের সামনে বিক্ষোভ ও অনশন মঞ্চে বসেছেন গ্রামবাসীরা। বারবার জেলা প্রশাসন থেকে ব্লক প্রশাসনকে জানিয়েও লাভ হয়নি কিছুই। কোলিয়ারি কর্তৃপক্ষ মুখে আশ্বাস দিলেও গত বছরে পূরণ হয়নি। তবে যতদিন না তাদের দাবি মানা হচ্ছে ততদিন তারা এই অনশন মঞ্চ চালিয়ে যাবেন বলে দাবি অনশনকারীদের। তবে এই বিষয়ে স্থানীয় প্রশাসন মুখ না খুললেও খতিয়ে দেখার আশ্বাস দেন।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.