এই মুহূর্তে জেলা

পুলকারের মালিকরা ব্যাবসার নামে যেভাবে বাচ্চাদের নিয়ে ব্যবসা করছে সেটা বন্ধের দাবি আহত স্কুল ছাত্রের পরিবারের।

হুগলি,১৫ ফেব্রুয়ারি:- পুলকার দুর্ঘটনার আগেই মাঝপথে পুলকারের চালক ও পুলকার বদলের অভিযোগ করছেন দুর্ঘটনার কবলে পড়া শিশুদের পরিবার। ঋষভ সিং এর পরিবারের অভিযোগ যে পুলকার করে পড়ুয়াদের নিয়ে যাওয়া হয়েছিল সেই পুলকার ও চালক মাঝপথে বদল হয়ে যায়। দুর্ঘটনার পর আমাদের নজরে সেটা নজরে আসে।ঋষভের আত্মীয় সঞ্জয় ভট্টাচার্য্য বলেন,আমরা এই বিষয়ে জেলা পরিবহন দপ্তরকে অভিযোগ করেছি। সম্পূর্ণ বিষয় খতিয়ে দেখার।পুলকার দুর্ঘটনার পর যান নিয়ন্ত্রণে তৎপর পুলিশ।গতকাল পোলবায় ঘটে গিয়েছে মর্মান্তিক দুর্ঘটনা,তাতে আহত হয়েছে ছোট ছোট স্কুলের ছাত্ররা।গতকাল এলাকা পরিদর্শন করে পুলিশ আধিকারিকরা জানিয়েছিলেন যানবাহন চলাচলের উপর নজরদারি চালাবে পুলিশ।সেই কথা মতো শনিবার পোলবায় হাইওয়ের উপর কড়া নজরদারি শুরু করলো পুলিশ প্রশাসন।গাড়ির গতিবেগ নিয়ন্ত্রণ থেকে শুরু করে দেখা হচ্ছে গাড়ির বৈধ কাগজপত্র।

There is no slider selected or the slider was deleted.

https://youtu.be/3fTJb1mixuA

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.