এই মুহূর্তে খেলাধুলা

দুবাইতে হাজির সিপিএল জয়ের নায়করা, জিততে মরিয়া কেকেআর ।


স্পোর্টস ডেস্ক , ১৩ সেপ্টেম্বর:- ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে কেকেআরের দুই ক্রিকেটার ব্যাটে-বলে দারুণ ছন্দে ছিলেন। সিপিএল ২০২০-র অভিযান শেষ করে আইপিএল খেলতে আমিরশাহী পৌঁছে গেলেন রাসেল-নারিন। বৃহস্পতিবার নারিনের দল চতুর্থবারের জন্য ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয়। পরদিন আইপিএলের উদ্দেশে চার্টার বিমানে উড়ে পড়েন মিস্ট্রি স্পিনার।বিমানের ভিতর থেকে ভিডিও শুট করে ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন রাসেল। রাসেল-নারিনদের সঙ্গে এবার কেকেআর দলে নতুন ক্রিকেটার ক্রিস গ্রিন।

তিনিও একই বিমানে আমিরশাহী এলেন। আজ কলকাতা নাইট রাইডার্স দলের পক্ষ থেকে নারিন-রাসেলদের আমিরশাহী পৌঁছনোর ছবি পোস্ট করা হয়েছে। দলের তিন বিদেশি ক্রিকেটারের সঙ্গে নাইটদের প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককুলামও ওয়েস্ট ইন্ডিজ থেকে আমিরশাহীতে এসে পৌঁছলেন। বাদশা শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি ত্রিনবাগো নাইট রাইডার্সকে সিপিএলে চ্যাম্পিয়ন করে আইপিএলে কেকেআরের দায়িত্বে নিতে চলেছেন ম্যাককুলাম। প্রসঙ্গত কিউয়ি ক্রিকেটার এই প্রথমবার আইপিএলে কোচিং করাতে চলেছেন। তার আগেই সিপিএলে দলকে ট্রফি জেতালেন ম্যাককুলাম।