এই মুহূর্তে জেলা

জঙ্গলে ভরেছে হিন্দমোটর কারখানা , যত্রতত্র ঘুড়ে বেড়াচ্ছে ধূর্ত ও বোকা শেয়ালেরা।

 

হুগলি,১৩ ফেব্রুয়ারি: – শেয়াল যেমন ধূর্ত তেমনই শিয়াল বেশ ভীতুও বটে।তবে সেই শিয়ালরাই মানুষের হাত থেকে খাবার খেতে আসছে জঙ্গল থেকে।কোনো  হিন্দমোটর কারখানায় গেলেই দেখা যাবে এই দৃশ্য। শিয়ালদের ডেকে খাবার দিচ্ছেন কারখানার নিরাপত্তারক্ষী, নাম ধরে ডাকতেই জঙ্গল থেকে বেরিয়ে আসছে রুম্পা ঝুম্পারা।রুটি বিস্কুট খেয়ে আবার জঙ্গলে ঢুকে যাচ্ছে।শিয়াল বন্য প্রাণী হওয়ায় লোকালয়ে খুব একটা দেখা যায় না।হিন্দমোট কারখানার নির্জন রাস্তায় ক্রমশ মানুষ ঘনিষ্ঠ হয়ে উঠেছে তাঁরা।এর কারন হিসাবে নিরাপত্তারক্ষীরা বলছেন,খাদ্যের অভাবই শিয়ালদের মানুষের কাছে আসতে বাধ্য করছে।সাধারনত মরা পশু,ইদুর,ছোটো সরীসৃপ খাদ্য শিয়ালের।তবে শিয়াল সর্বভুক তাই সব কিছুই খায়।

There is no slider selected or the slider was deleted.

                                                                                                                                                                                                                                               সেই খাদ্যের অভাব দেখা দেওয়ায় শিয়াল বেরিয়ে পরছে দিনের বেলায় লোকালয়ে। ২০১৪ সালে ঝাঁপ বন্ধ হয় হিন্দমোটর কারখানার।তারপর থেকেই জঙ্গলে ভরে গেছে কারখানা চত্বর।আর সেখানেই বংশ বৃদ্ধি করছে শিয়াল।দিনের বেলাতেও এচত্বরে হুক্কাহুয়া ডাক শুনতে পাওয়া যায়।কারখানার গেটে পাহারার দ্বায়িত্বে থাকা নিরাপত্তারক্ষীদের সঙ্গে দোস্তি হয়েছে তাদের ভালই।কুকুরের মতই পোষমানা শিয়াল দেখতে ভীর জমছে কচিকাঁচাদের।হিন্দমোটর কারখানা ক্যাম্পাসে স্কুলে যাওয়ার পথে দেখা মেলে এই শিয়ালদের।একটা সময় হিন্দুস্থান মোটর কারখানায় ব্যাবস্তা থাকত দিনভর।এ্যাম্বাসাডার উৎপাদন বন্ধ হতেই সেই ব্যাস্ততা উবে গেছে।এখন শুধুই নির্জনতা তাই রুম্পা ঝুম্পাদের নিয়েই সময় কাটে নিরাপত্তারক্ষীদের।

There is no slider selected or the slider was deleted.

 

There is no slider selected or the slider was deleted.