হাওড়া,১২ ফেব্রুয়ারি:- বুধবার সকালে হাওড়া পুরসভার ৫৭ নম্বর ওয়ার্ডের বেলুড় অঞ্চলে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এনআরসি, সিএএ এবং এনপিআর কালাকানুনের বিরুদ্ধে বিভিন্ন এলাকায় প্রচার চালানো হয়। মূলত এদিন সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় সাধারণ মানুষের মধ্যে এই নিয়ে প্রচার হয়। নেতৃত্বে ছিলেন প্রাক্তন কাউন্সিলর চৈতালি বিশ্বাস। এদিন প্রচারে তৃণমূল কর্মীদের গলায় ঝোলানো প্ল্যাকার্ডে লেখা ছিল আমরা কারা ? ভারতীয়। এদিনের কর্মসূচি সম্পর্কে প্রাক্তন কাউন্সিলর চৈতালি বিশ্বাস বলেন, সারা দেশের মানুষ এনআরসি এনপিআর এবং ক্যা এর বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হয়েছেন। মানুষ যে এনআরসি, ক্যা, এনপিআর চায় না তার সবচেয়ে বড় প্রমাণ গতকাল দিল্লির বিধানসভা ভোটের ফলাফল। মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করেছেন। এনআরসি এবং ক্যা এর বিরুদ্ধে মানুষ রায় দিয়েছেন। বুধবার সকালে বেলুড়ের রামলোচন শায়র স্ট্রিট সহ বিভিন্ন এলাকায় আমরা এনআরসি এবং ক্যা-র বিরুদ্ধে পথে নামি। সাধারণ মানুষের কাছে গিয়ে এলাকায় গিয়ে এই নিয়ে আমরা প্রচার করি।