খেলাধুলা এই মুহূর্তে

ভাগ্যের সহায় চাইছেন মারিও , ইস্টবেঙ্গলের দুর্বল দিকেই আঘাত করতে চান ইয়ান ল।

অঞ্জন চট্টোপাধ্যায়,১২ ফেব্রুয়ারি:- দে কান্ ডু দিস। সকালে ইস্টবেঙ্গল অনুশীলনে ডাক না পেযে ক্ষোভে গজরাচ্ছেন মার্তি ক্রেসপি। ক্রেসপি বাদ। মার্তি কে ছেড়ে দিয়ে তার বদলি হিসেবে স্পেনিশ মিডফিল্ড এর ভিক্টর পেরে কে আনছেন মারিও। ২০১৮ আই এস এল এ বেঙ্গালুরু এফসির  হয়ে একটি ম্যাচ খেলেছেন। তিনি স্পেনের বিভিন্ন ক্লাবএ তার খেলা পছন্দ হয়েছে সেকারণে  আনা হচ্ছে তাকে। কাশিম আইদারা ফিট। ডিকা ফিট  নন। একে তো পরের পর ম্যাচ হেরে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে ইস্টবেঙ্গলের। তার ওপর দলে একের পর এক সমস্যা। এই অবস্থা থেকে কীভাবে অবনমন বাঁচানো যায় তা এখন ধাঁধার মতো শতবর্ষের ক্লাবে। সেকারণে আই লিগের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচ ইস্টবেঙ্গল ও পঞ্জাব এফসি লড়াই কেমন যেন ঝিমিয়ে পড়েছে। তৱুও ইস্টবেঙ্গল কোচ মারিও মনে করছেন দল ভালো ফুটবল খেলছে। শুধু ভাগ্যের চাকায়  আটকাতে হচ্ছে তাদের। এদিন সাংবাদিক সম্মেলনে এসে মারিওকে মনে হল চাপ আছে তবে তিনি এমন ভাব করছেন যে দলে কিছুই হয়নি। তিনি বলেন, চাপ তো আছে জেতার। তবে আমরা ভাগ্যের দিকেও তাকিয়ে আছি। গুরবিন্দর এদিন অনুশীলনে নামলেও তাকে খেলানো হচ্ছে না। গুরবিন্দরকে নিয়ে স্প্যানিশ কোচ বলেন , ও আমাদের প্লেয়ার এখনো অফিসিয়ালিভাবে নয়। ফলে বোঝাই গেল গুরবিন্দরকে তিনি চাইছেন না। কর্তারা তার ওপর চাপিয়ে দিয়েছেন ।

There is no slider selected or the slider was deleted.

                                                                                                                                                                                                                                                 মিনার্ভা যে ফুটবলটা খেলছে সেখানে দাঁড়িয়ে কি ওদের হারানো সম্ভব। এই উত্তরে মারিও বলেন, কেন সম্ভব নয়। আমাদের ভাগ্য ফিরতে হবে। একটা ম্যাচ জিতলেই সবকিছু ঠিক হয়ে যাবে। তবে পাঞ্জাব খুব উন্নতমানের দল ওদের বিরুদ্ধে নামা সত্যিই খুব কঠিন। তবে আত্মবিশ্বাস হারালে চলবে না। দলকে আমি এই কথাই বারবার বলেছি নিজেদের ওপরআত্মবিশ্বাস রাখ।  কখনো কখনো ভালো ফুটবল খেললেও জয় আসে না। আবার কখনো কখনো খারাপ ফুটবল খেললেও জয় আসে। ইস্টবেঙ্গল এখনো ওরা ঘুরে দাঁড়াতে পারে। নিজের দল নিয়ে তিনি বলেন, লিগ এখনো ওপেন আছে। মোহনবাগান ম্যাচে আমরা ভালো খেলেছি। বল পজিশনে এগিয়ে ছিলাম। তবে গোলের ভাগ্য আমাদের খোলেনি। এদিকে ইস্টবেঙ্গলে ফের জনি একোস্টার আসার কথা শোনা যাচ্ছে ।অন্য দিকে, হাইমে স্যান্টোস কোলাডো ও মার্কোস দে লা এসপাদার পারফরম্যান্সে খুশি না হলেও তাঁদের না ছাড়ার সম্ভবনাই বেশি।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.