হুগলি,১১ ফেব্রুয়ারি:- রিষড়া বাখখালে বাঘরোলের মৃত্যু ও কোন্নগর কানাইপুরে বাঘের গুজবের পর বন্যপ্রাণ রক্ষা নিয়ে নাগরিক সচেতনায় জোর দিল কোন্নগর পুরসভা। জানুয়ারী মাসের শেষ সপ্তাহ থেকে পুর এলাকায় জন জীব বৈচিত্র নিয়ে সমীক্ষার জন্য পুরসভা স্বাস্থ্য ও সাফাই কর্মীদের রাস্তায় নামিয়েছে।পুরসভার মহিলা ও পুরুষ কর্মীরা বাঘখাল থেকে কোন্নগর ধারসা পেট্রল পাম্প পর্যন্ত মোট ২০টি ওয়ার্ডে বনবাদার,পুকুর,গঙ্গার চারপাশ ঘুরে বন্যপ্রানী,ভেষজ গাছ,সধারণ উদ্ভিদ,কীট পতঙ্গের তালিকা তৈরি করেছে।সেই সঙ্গে বাড়ি বাড়ি গিয়ে পুরসভার কর্মীরা সাধারণ মানুষ কে বন্যপ্রাণ রক্ষার বিষয়ে সচেতন করেছে।কোথাও কোন বন্যপ্রাণ লোকালয়ে দেখতে পেলে ওই সমস্ত প্রাণীর কোন ক্ষতি না করে পুরসভায় খবর দেওয়ার কথা প্রচার করেন। পুরসভার ফোন নম্বর সাধারণ মানুষের কাছে বিলি করেন পুরকর্মীরা।পুরসভা সূত্রে জানা গিয়েছে জাতীয় গ্রীন ট্রাইব্যুনালের নির্দেশে জন জীব বৈচিত্রের কাজ অনেক বছর ধরে পুরসভা করলেও নতুন বছরে বন্যপ্রাণ রক্ষা নিয়ে স্পেশাল ড্রাইভ দিয়েছে পুরসভা।মহিলা ও পুরুষ মিলিয়ে পুরসভার বেশ কয়েকটি দল টানা পনের দিন ধরে এলাকা ঘুরে ঘুরে কাজ করেছে।বন্যপ্রাণের সঙ্গে সঙ্গে লুপ্ত প্রায় গাছ পালার তালিকাও বানিয়েছেন পুরকর্মীরা।সমীক্ষার কাজ করতে গিয়ে পুরসভা এলাকায় ছাতিম,হাতির শুড়
গাছ,বোধিবৃক্ষ,পান্থ পথিক গাছ,স্তড়বেরী গাছ,পাথরকুচি গাছ,চাঁদকেওরা গাছের হদিস মিলেছে।পুকুর ধারে হাঁসপোকা ও মথের মত পতঙ্গ এবং কুকুর মুখো সাপ,বেজির সন্ধান পেয়েছেন পুরকর্মীরা।এই সমস্ত গাছ পাতা ও কীট পতঙ্গের ছবি তুলে বিশেষঞ্জদের কাছে পাঠিয়ে পরামর্শ নেওয়া হয়েছে বলে পুরসভার দাবি।সমীক্ষার পর পুর এলাকার বন্যপ্রাণ ও গাছের ছবি সহ তালিকা তৈরি করে একটি বই তৈরি করবে পুরসভা।সেই বই রাজ্যে জীব বৈচিত্রের দপ্তরে পাঠানো হবে।পুরসভায় সেই বই সংরক্ষণ করা রাখা হবে।সমীক্ষার দায়িত্বে থাকা পুরসভার কর্মী অলোক মুখোপাধ্যায় বলেন, পুরসভার কর্মীরা সমীক্ষার কাজ শেষ করেছেন।মাঠে পুকুরে ঘুরে ছবি তুলে কর্মীরা সমীক্ষার কাজ করেছেন। শীতের পর গরমের সময়েও একবার সমীক্ষা করা হবে।আমরা বন্যপ্রাণ ও গাছপালা ,কীট পতঙ্গের পূর্নাঙ্গ তালিকা তৈরি করেছি। সেই তালিকা আমরা বইয়ের আকারে প্রকাশ করব।কোন্নগর পুরসভার পুরপ্রধান বাপ্পাদিত্য চট্টোপাধ্যায় বলেন, আমরা পুরসভার তরফে উদ্যোগ নিয়ে এর আগে গাছের কার্বণ ম্যাপিং করেছি।এবারে আমরা আমদের পুরসভার অধীনস্থ সাড়ে চার বর্গ কিমি এলাকা জুরে সমীক্ষা করে গাছ পালা,কীট পতঙ্গ ও বন্যপ্রাণের যে তথ্য সংগ্রহ করেছি সেগুলি আমরা রাজ্য সরকারের জীব বৈচিত্রের দপ্তরে পাঠিয়ে দেব পুস্তক আকারে। সেই সঙ্গে এলাকার বাসিন্দারা বন্যপাণ রক্ষায় পুরসভার পাশে থাকার অঙ্গীকার করেছেন।পুরপ্রধান বলেন,সচেতনতাই পারে বন্যপ্রাণদের রক্ষা করতে।পুরসভার এই উদ্যোগ কে স্বাগত জানিয়েছেন স্থানীয় বিধায়ক প্রবীর ঘোষাল।তিনি বলেন, কোন্নগর কানাইপুরে বাঘরোল কে বাঘ ভেবে যে গুজব ছড়িয়েছিল তাতে প্রশাশন ও বনদপ্তরের কর্মীরা সবাই মিলে মাঠে না নামলে বাঘরোলের ক্ষতি হত।সচেতনতা মূলক প্রচারে কাজ হয়েছে।তবে পুরসভা বন্যপ্রাণ রক্ষায় যে উদ্যোগ নিয়েছে সেটা প্রশংসনীয়।পুরসভার এই উদ্যোগে কে সাধুবাদ জানিয়েছেন বন্যপ্রাণ নিয়ে যুক্ত সংগঠনের কর্মীরা।Related Articles
নেতাজির মূর্তিতে মাল্যদানকে ঘিরে তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ভাটপাড়া।
উঃ২৪পরগনা, ২৩ জানুয়ারি:- নেতাজি সুভাষচন্দ্র বোসের মূর্তিতে মাল্যদান দেওয়াকে কেন্দ্র করে বিজেপি তৃণমূল সংঘর্ষ উত্তপ্ত ভাটপাড়া এলাকা পুলিশ উপস্থিত থাকা সত্ত্বেও তৃণমূল কর্মীদের সাথে সাংসদ অর্জুন সিং ও তার ছেলে বিধায়ক পবন সিং এর সাথে শুরু হয় ঘটনার পর এলাকায় পুলিশসহ র্যফ মোতায়েন করা হয়েছে Post Views: 648
ফের চিকিৎসায় গাফিলতির অভিযোগ , ডানদিকের বদলে তোলা হলো বাঁদিকের দাঁত।
সুদীপ দাস,২১ জানুয়ারি:- ডানদিকের দাঁত তোলার কথা থাকলেও তোলা হলো বাঁদিকের দাঁত। ঘটনায় চিকিৎসকের বিরুদ্ধে এফআইআর দায়ের চুঁচুড়া থানায়। অভিযুক্ত চিকিৎসকের নাম দিলীপ কুমার ঘোষ। পান্ডুয়ার বাসিন্দা প্রনতী সরকারের(৫২) বাঁদিকে উপরের পাঁটির দুটি দাঁত তোলার কথা ছিলো। গত ১৯তারিখ চুঁচুড়ায় ডাক্তারের চেম্বারে প্রনতি দেবীর বাঁদিক অবশ করা হলেও ডানদিকের দুটি দাঁত তোলা হয় বলে অভিযোগ। […]
গৃহপালিত পশুদের সঙ্গে নিয়েই বাড়ির ছাদে চলছে জীবন খানাকুলে।
মহেশ্বর চক্রবর্তী, ১২ আগস্ট:- হুগলি জেলার খানাকুলের বানভাসী মানুষের অসহায় অবস্থা চোখে না দেখলে উপলব্ধি করা যাবে না। ভয়ংকর পরিস্থিতির মধ্য দিয়ে তারা জীবন কাটচ্ছেন বন্যা কবলিত অসহায় মানুষেরা। ধীরে ধীরে বন্যার জল কমলেও এখনও জলবন্দি কয়েক হাজার মানুষ। পাশাপাশি গৃহপালিত পশু গুলিও জলবন্দি হয়ে পড়েছে। এই সমস্ত গৃহপালিত পশুদের সঙ্গে নিয়েই বাড়ির ছাদে চলছে […]







