এই মুহূর্তে রাজ্য

দিল্লীতে হাই ভোল্টেজ ভোটে আম জনতা থেকে রাষ্ট্রপতি।

 

নিউ দিল্লী,৮ ফেব্রুয়ারি:- সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ প্রক্রিয়া। ভোটদান শেষ হবে সন্ধ্যা ৬টায়। দিল্লি বিধানসভা নির্বাচনে হাড্ডাহাড্ডি ত্রিমুখী লড়াইয়ে শামিল আম আদমি পার্টি, বিজেপি ও কংগ্রেস। এবারের নির্বাচনে মোট প্রার্থীর সংখ্যা ৬৭২, যাঁদের মধ্যে ৭৯% মহিলা। গত বিধানসভা ভোটে এই সংখ্যা ছিল ৬৬। শুধু তাই নয়, এর মধ্যে ১১ জন মহিলা প্রার্থীর গড় বয়স ৭১ থেকে ৮০ বছর। এবারের নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ১ কোটি ৪৭ লাখেরও বেশি। এর মধ্যে মহিলা ভোটার রয়েছেন ৪৫%। এ বারের ভোটে ২ লাখের বেশি নবীন ভোটার, যাঁদের বয়স ১৮ থেকে ১৯ বছরের মধ্যে। এর পাশাপাশি, শতোত্তীর্ণ ভোটারের সংখ্যা ৬৯০ জন। কামরাজ লেনের এক বুথে ভোট দিলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। ভোট দিলেন কারাট,  সঞ্চার ভবনের বুথে ভোট দিলেন সিপিএমের শীর্ষ নেতা প্রকাশ কারাট। প্রথম বার ভোট জীবনে প্রথম ভোট দিয়ে দারুণ খুশি প্রিয়াঙ্কা গান্ধী ভঢরা ও রবার্ট ভঢরার ছেলে রাইহান রাজীব ভঢরা। শনিবার লোদি এস্টেটের বুথে ভোট দেওয়ার পরে নবীন ভোটার জানান, গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পেরে তিনি আনন্দিত। তাঁর মতে, প্রত্যেক নাগরিকের ভোটাধিকার প্রয়োগ করা জরুরি। পাশাপাশি, ছাত্রদের জন্য গণপরিবহণ ব্যবস্থায় ছাড় দেওয়ার দাবিও জানিয়েছেন তিনি। নমোর বার্তা

There is no slider selected or the slider was deleted.


বিপুল পরিমাণে ভোট দিন। শনিবার দিল্লির বাসিন্দাদের উদ্দেশে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লিবাসীর কাছে, বিশেষ করে নবীন বন্ধুদের প্রতি অনুরোধ, বিপুল পরিমাণে ভোট দিন।শনিবার এই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  দিল্লিবাসীর কাছে, বিশেষ করে নবীন বন্ধুদের প্রতি অনুরোধ, বিপুল পরিমাণে ভোট দিন।শনিবার এই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাষ্ট্রপতির ভোটদান স্ত্রী সবিতা কোবিন্দের সঙ্গে প্রেসিডেন্টস এস্টেটের ডক্টর রাজেন্দ্র প্রসাদ কেন্দ্রীয় বিদ্যালয়ের বুথে ভোট দিলেন রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ। দিল্লিতে এবার সরকার গড়বে বিজেপি। এমনই মন্তব্য করলেন দিল্লি বিজেপি সভাপতি মনোজ তিওয়ারি। আপ-কংগ্রেস ধস্তাধস্তি মজনু কা টিলার কাছে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়লেন আম আদমি পার্টি ও কংগ্রেস কর্মীরা। কংগ্রেস প্রার্থী অলকা লাম্বা এক আপ কর্মীকে চড় মারার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। পুলিশের হস্তক্ষেপে শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। অলকার অভিযোগ, ওই আপ কর্মী তাঁর সঙ্গে অভব্য আচরণ করেন। ভোট দিলেন বর্ষীয়ান বিজেপি নেতা লালকৃষ্ণ আডবানি ও তাঁর মেয়ে প্রতিভা আডবানি।

There is no slider selected or the slider was deleted.


ভোট দিলেন কংগ্রেস সভাপতি সনিয়া গান্ধী এবং দলের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ভঢরা। সকলের ভোট দেওয়া উচিত। কুঁড়েমি করবেন না, এ অতি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, বললেন প্রিয়াঙ্কা। ভোট দিলেন কংগ্রেস সভাপতি সনিয়া গান্ধী এবং দলের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ভঢরা। ভোট দিলেন কংগ্রেস সভাপতি সনিয়া গান্ধী এবং দলের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ভঢরা। সকাল ১১টা পর্যন্ত ভোট পড়ল ৬.৯৬%
শনিবার সকাল ১১টা পর্যন্ত দিল্লিতে ভোট পড়ল ৬.৯%। শাহিন পাবল্কি স্কুলের ভোটে মুসলিম মহিলা ভোটারদের লাইন। শনিবার সকালে। ছবি সৌজন্যে এপি। শাহিন পাবলিক  স্কুলের ভোটে মুসলিম মহিলা ভোটারদের লাইন।   ভোট দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। অওরঙ্গজেব রোডের ৮১ ও ৮২ নম্বর বুথে তিনি ভোটদান করেন। প্রবীণতম ভোটার রাজধানীর প্রবীণতম ভোটার কালীতারা মণ্ডলের বয়স ১১০ বছর। চিত্তরঞ্জন পার্কের ভোটবুথে তাঁর যাতায়াতের ব্যবস্থা করল নির্বাচন কমিশন। ভোট দিলেন কেজরি সিভিল লাইনস এলাকার বুথে সপরিবারে ভোট দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ভোট দিতে চললেন মুখ্যমন্ত্রী দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বুথে পৌঁছনোর জন্য বাড়ি ছেড়ে বের হলেন। নয়াদিল্লি কেন্দ্রে তাঁর বিরুদ্ধে লড়াইয়ে শামিল বিজেপি প্রার্থী সুনীল যাদব ও কংগ্রেস প্রার্থী রমেশ সাভারওয়াল। ভোট দিয়ে এলেন স্বাস্থ্যমন্ত্রী সকালে কৃষ্ণনগরের ভোটবুথে মা-কে নিয়ে উপস্থিত হলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। তাঁরা রতন দেবী পাবলিক স্কুলের বুথে ভোট দিলেন। লেফটেন্যান্ট গভর্নরের ভোট গ্রেটার কৈলাসের ভোটবুথে সকালেই পৌঁছে গেলেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর অনিল বৈজল ও তাঁর স্ত্রী মালা বৈজল। এই কেন্দ্রে ত্রিমখী লড়াই নেমেছেন বর্তমান আপ বিধায়ক সৌরভ ভরদ্বাজ, বিজেপি প্রার্থী শিখা রাই এবং কংগ্রেস প্রার্থী সুখবীর পাওয়ার। ভোট দিলেন প্রাক্তন উপরাষ্ট্রপতি সাত সকালে নির্মাণ ভবনের বুথে ভোট দিলেন প্রাক্তন উপরাষ্ট্রপতি হামিদ আনসারি। তাঁর সঙ্গেই ভোট দিয়েছেন প্রবীণ আরএসএস নেতা রাম লাল।

There is no slider selected or the slider was deleted.