এই মুহূর্তে জেলা

গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের সদর গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালো অস্থায়ী কর্মীরা।

 

মালদা,৪ ফেব্রুয়ারি:- নিজেদের দাবিতে আন্দোলনে নামছে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কর্মীরা। এদিন বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কর্মীরা বিশ্ববিদ্যালয় চত্বরে একটি মিছিল করে কন্ট্রোলারের ঘরে বিক্ষোভ দেখাতে থাকেন। অস্থায়ী কর্মীদের মিথ্যে আশ্বাস দেওয়ার কারণে এই আন্দোলন বলে দাবি করেছেন বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কর্মীরা। উল্লেখ্য, নিজেদের স্থায়ীকরণের দাবিতে দীর্ঘ একমাস ধরে কর্মবিরতিতে শামিল হয়েছিলেন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কর্মীরা। তাঁদের পাশে এসে দাঁড়িয়েছিলেন স্থায়ী কর্মীরাও। কার্যত অচলাবস্থা তৈরি হয়েছিল বিশ্ববিদ্যালয়ে। এরপরেই বিশ্ববিদ্যালয়ের ভিসি নিজের পদত্যাগ পত্র জমা দেন। রেজিস্ট্রারও প্রায় এক সপ্তাহ বিশ্ববিদ্যালয়ে না আসায় কর্তৃপক্ষের ওপর ক্ষোভ জমতে থাকে অস্থায়ী কর্মীদের। অবশেষে রেজিস্ট্রার এসে অস্থায়ী কর্মীদের কিছু দাবি মেনে নেওয়ার কথা জানান। এরপরেই অবস্থান বিক্ষোভ তুলে নেন অস্থায়ী কর্মীরা।

There is no slider selected or the slider was deleted.


এদিন ফের বিশ্ববিদ্যালয় চত্বরে অস্থায়ী কর্মীরা আন্দোলন শুরু করেন। কর্তৃপক্ষের বিরুদ্ধে ঝাড়ু হাতে শ্লোগান দিতে দিতে বিশ্ববিদ্যালয় চত্বর পরিক্রমা করে কন্ট্রোলারের ঘরে যান বিক্ষোভকারীরা। কন্ট্রোলারের ঘরে চলতে থাকে বিক্ষোভ। আন্দোলনকারীদের দাবি, এগজিকিউটিভ কাউন্সিল তাঁদের রোপা ২০১৯ অনুযায়ী বেতন প্রদানের কথা জানিয়েছে বলে তাঁদের আশ্বাস দেন রেজিস্ট্রার৷ সাফাইকর্মীদের গ্রুপ ডি কর্মী হিসাবে বিবেচনা করা হবে বলেও আশ্বাস দিয়েছিলেন রেজিস্ট্রাপ৷ কিন্তু পরবর্তীতে তিনি জানান, সরকারি নিয়ম অনুযায়ী ওই কর্মীদের গ্রুপ ডি কর্মী হিসাবে বিবেচনা করা যাবে না৷ রেজিস্ট্রারের এমন দু’মুখো নীতি নিয়ে তাঁরা ফের আন্দোলনের চিন্তাভাবনা শুরু করেছেন৷ বিশ্ব বিদ্যালয় সূত্রে জানা গেছে, এদিন সন্ধেয় বিশ্ব বিদ্যালয়ের মূল গেটে তালা ঝুলিয়ে দেয় আন্দোলনকারীরা৷ এই মুহূর্তে কন্ট্রোলারের ঘরের সামনে ডেপুটি কন্ট্রোলারকে ঘেরাও করে চলছে বিক্ষোভ ৷

There is no slider selected or the slider was deleted.

wds id=”1″]