এই মুহূর্তে কলকাতা

গায়ের জোড়ে ,রিগিং করে ভোট করা যাবে না মঙ্গলবার তৃণমূল ভবনে বৈঠকে কাউন্সিলরদের এই নির্দেশ দিলেন শীর্ষ নেতারা।

কলকাতা,৩ মার্চ:-  তৃণমূল ভবনে শুরু কলকাতা পুরসভার কাউন্সিলরদের নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক। মঙ্গলবার এর এই বৈঠকে আছেন পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সি, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্য তৃণমূল নেতৃত্ব। বৈঠকে যোগ দিয়েছেন কলকাতার বিভিন্ন ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলররা। যে সমস্ত ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর নেই, সেইসব ওয়ার্ডের তৃণমূল সভাপতিরা যোগ দিয়েছেন বৈঠকে। পুরসভা নির্বাচনে দলের রণনীতি নিয়ে হবে আলোচনা। গায়ের জোড়ে ভোট করা যাবে না। রিগিং করা যাবে না। দিদি এই সব পছন্দ করেন না। মঙ্গলবার তৃণমূল কংগ্রেস ভবনের দলীয় বৈঠকে কাউন্সিলরদের এই নির্দেশ দিলেন দলের শীর্ষ নেতারা।

There is no slider selected or the slider was deleted.

                                                                                                                                                                                                                       একইসঙ্গে নির্দেশ দেওয়া হয়েছে, পারফরমেন্স দেখে টিকিট দেওয়া হবে। কোন ভুল করে থাকলে মানুষের কাছে ক্ষমা চান। মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ করতে হবে। খারাপ ব্যবহার করা যাবে না।কলকাতা পুরসভার ভোট পিছতে চাইছে রাজ্য সরকার। সূত্রের খবর, আগামী ১২ এপ্রিলের পরিবর্তে ১৯ এপ্রিল কলকাতা পুরসভা নির্বাচন চাইছে রাজ্য সরকার। মঙ্গলবার তৃণমূল ভবনে বৈঠকে কলকাতা পুরসভার কাউন্সিলরদের এই ব্যাপারে অনেকটাই আভাস দিয়েছে তৃণমূল নেতৃত্ব। প্রসঙ্গত কলকাতা পুরসভার নির্বাচন ১২ এপ্রিল চায় রাজ্য সরকার, নবান্ন সূত্রে জানা গিয়েছিল এই তথ্য। তবে সূত্রের খবব নির্বাচন কিছুটা পিছিয়ে নেওয়ার ভাবনা রাজ্যের।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.