উঃ২৪পরগনা,২৩ জানুয়ারি:- সীমান্তরক্ষী বাহিনীর হেপাজতে মৃত্যুর অভিযোগ উঠলো এক বাংলাদেশের পাচারকারির। মৃতের নাম হানিপ আলি (৩২)। বাংলাদেশের যশোরের আগরা পুলেটের বাসিন্দা। গতকাল সন্ধ্যা সূত্রের খবর, বুধবার সকালে ৬ থেকে ৬:৩০ টা নাগাত বাংলাদেশ থেকে দুই জন বাংলাদেশি অবৈধ ভাবে ভারতে প্রবেশের চেষ্টা করে। তখন তাদের ডোবার পাড়ার ১৫৮ নম্বর ব্যাটেলিয়ন তারা করে। এক জন পালিয়ে গেলেও হানিপ বিএসএফ এর হাতে ধরা পরে যায়। বিএসএফ সূত্রে, গতকাল সকাল ১১ টা নাগাত হাটাৎ হানিপের শারিরিক আবনতি হতে থাকে পরে দুপুর একটা নাগাত তাকে হাসপাতে নিয়ে তার মৃত্যু হয়ে। আজ তাকে বনগাঁ মহকুমা হাসপাতে তার ময়নাতদন্ত করা হয় ।
মুলত এই সব বাংলাদেশি দুষ্কৃতিরা সীমান্তের তার কাটা কেটে এদেশে প্রবেশ করে এবং বিভিন্ন ধারনের পাচারের কাজ করে।