অঞ্জন চট্টোপাধ্যায়, ১৮ জানুয়ারি:- ‘১ বছরের ওপর আমরা অপেক্ষা করেছি। আর কয়েকদিন আমরা অপেক্ষা করতে পারতম না ! নিশ্চই পারতাম। ঠিক ডার্বির আগেই এটিকের সঙ্গে যুক্ত হতে হল। আমরা এত ভালো ফর্মে । আমাদের আর ডার্বি নিয়ে কোনো মাথাব্যাথা নেই।’ ডার্বির আগেরদিন মোহনবাগান এক সমর্থকের মন্তব্য এরকমই। চিমটি কেটে দেখতে হবে ডার্বির আগেরদিন তো ! কোথায় গেল সেহ ইলিশ, চিংড়ির লড়াই ! লাল হলুদ, সৱুজ মেরুনের আবেগ কি এটিকে আশায় অভিমানে আধুনিকতায় ডুব দিযে দিল ! হাতে গোনা কয়েকজন সমর্থক এসেছে ‘আমরা মোহনবাগানি’ এমন পোস্টার নিযে পকেটে পয়সা আছে অথচ খরচ করা যাচ্ছে না ব্যাপরটা ঠিক এমনহ। টেবিলের শীর্ষস্থানে থেকেও মোহনবাগান সমর্থকদের নিজেদের আবেগ বিসর্জন চলে যেতে তারা আনন্দ করতে পারছে না। আয়োজক আবার এহ ডার্বিতে মোহনবাগান তাই টিকিটের চাহিদা তো থাকেহ। বক্স অফিস রিপোর্টের মতো ডার্বির আগের ১ সপ্তাহ টিকিটের মহামারি শরু হয়। ব্ল্যাক এই সব চিত্র এই ডার্বিতে নেই। কর্তাদের কাছে চাইলে টিকিট মিলছেও বিকাল পর্যন্ত ।
খুব ঘনিষ্ঠ না হলেও বাগান কর্তারা টিকিট দিযে দিচ্ছে। এখন প্রশ্ন হল ডার্বিতে মাঠ ভরবে তো ! বাগান অর্থসচিব দেবাশিস দত্ত আশ্বাস দিচ্ছেন , ‘ওগুলো ফেসৱুকের খেলা। ওখানে ১০ টা লোক আমাদের বিরুদ্ধে কথা বলছে। আমাদের হয়ে গলা ফাটাতে আসবে ১০ হাজারের বেশি সমর্থক। আমাদের সিদ্ধান্তে তারা যে পাশে রয়েছেন তা তারা ফোন করেও বলছে।’ এদিকে আবার সঞ্জীব গোয়েঙ্কাকেও ডার্বি দেখার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। তাঁকে বাগান গ্যালারি কেমন আপ্যায়ণ করে সেদিকে নজর থাকবে। এ যদি মোহনবাগান সমর্থকদের ও কর্তাদের প্রতিচ্ছবি হয় তাহলে ফুটবলার ও সাপোর্টস্টাফদের অবস্থা আরো খারাপ। এটিকে ইতিমধ্যেহ হাবাস ও সঞ্জয় সেনের সঙ্গে চু্ক্তি বাড়িযেে ফলে আই লিগ চ্যাম্পিয়ন হলেও কিৱু ভিকুনার সঙ্গে বাগানকর্তাদের গোলেন হ্যান্ডশেক করতে হবে। অর্ধেকের বেশি ফুটবলার পরের মরসুমে দলে থাকবেন এই অপ্রিয় সত্যটা ধরে নিযে তারা অনুশীলন করছে। মুখে কিছু না বললেও ফুটবলাররাও ভেতরে ভেতরে ফুঁসছেন বাগান কর্তাদের এমন সিদ্ধান্তের বিরুদ্ধে। ডার্বির আগে কি চাপ অনুভব করছেন ? যেখানে সমর্থকরা বলছেন না এহ ডার্বিটা ক্ত্তি জিতিযে দিতে হবে সেখানে চাপ আর থাকবে কোথায়। সাংবাদিক সম্মেলনে বাগান কোচ কিৱু ভিকুনা বলেন, ‘চাপ নেহ আমরা শীর্ষে রযেি। তবে নতুন ম্যাচ বড় ম্যাচ। বিপক্ষ খুবহ শক্তিশালী। তবে আমার কাছে প্রত্যেক ডার্বিহ স্পেশাল। এহ ম্যাচটাতেহ ফোকাস করতে চাহ।’ এটিকে এসেছে পরের মরসুমের কথা কী ভাবছেন? এই প্রশের উত্তরে বাগানের স্প্যানিশ কোচ বলেন, ‘আমাদের কাছে চাপ নেই। পরের মরসুমে কী হবে তা নিযে ভাবছি না। আমাদের কাজ পারফর্ম করা। সেই অনুযায়ী ভালো ফল করে চ্যাম্পিয়ন হতে চাই।’ মোহনবাগান জিতছে স্ট্রাহকাররা গোলের মধ্যে নেই। সে নিযে ভিকুনা বলেন, ‘কোনো চিন্তা করছি না। ওরা ক্লাস ফুটবলার ঠিক গোলের মধ্যে ফিরবে। আমরা দল হিসেবেই খেলব।’ এই ডার্বি বাগান ফরোয়ার্ডের কাছে বড় পরীক্ষা বাবা ও কোমরন তুরসনভ দুজনেরই ডার্বিতে অভিষেক হবে। তবে ডিকার সেটপিস ভাবাচ্ছে বাগান কোচকে। এখনো ডার্বিতে জয় পাননি কিৱু। সেকারণে জযে খাতা খুলতে চাহছেন তিনি। ফ্রান গঞ্জারলেস নিজের দ্বিতীয় ডার্বিতে নামার আগে বলেন, ‘শধু জেতার জন্যই মাঠে নামব। আমার কাছে সমর্থকদের ভালোবাসাই সব। তাঁদের জন্য অন্তত ম্যাচটা জিততে চাই। গোল করতে চাই।’ প্লেয়াররা তো চান। মোহনবাগানে গোল হলে চিংড়ি, পালতোলা নৌকার আনন্দে আত্মহারা মোহনবাগান গ্যালারি কি দেখা যাবে বাগান গ্যালারিতে তা এখন বড় প্রশ্ন !Related Articles
ঢাকের তালে চোর ধরার বার্তা সৌমিত্রর।
বাঁকুড়া, ১২ আগস্ট:- নিজের হাতে ঢাক বাজিয়ে চোর ধরো জেলে ভরো শ্লোগান দিয়ে পথে নামলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। আজ সকালে বাঁকুড়ার বড়জোড়ায় দলের কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে তিনি রাস্তায় নামেন। গতকাল অনুব্রত মন্ডলের গ্রেফতারের পর দিকে দিকে বিজেপি কর্মীরা রাস্তায় নেমেছে। তারই অংশ হিসাবে এদিন চোর ধরো জেল ভরো মিছিলে অংশ নিলেন বিজেপি […]
হ্যাম রেডিও’র উদ্যোগে ঘরে ফিরলেন সোনারপুরের আকাশ।
হাওড়া, ১૧ মার্চ:- মাঝে কেটে গেছে কয়েকটা বছর। মিশনারীজ অব চ্যারিটি এবং হ্যাম রেডিও’র উদ্যোগে অবশেষে ঘরে ফিরলেন সোনারপুরের আকাশ। মিশনারীজ অব চ্যারিটির সিস্টারদের তৎপরতায় পার্ক স্ট্রিটে রাস্তার ধার থেকে প্রায় শীর্ণকায় অবস্থায় উদ্ধারের পর লিলুয়ার হোমে রেখে সম্পূর্ণ সুস্থ করে তোলা হয় ছয় বছর আগে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যাওয়া প্রায় মানসিক ভারসাম্যহীন আকাশকে। […]
মিড ডে মিলের রান্না করা খাবার নিয়ে হাওড়ার স্কুলে বিক্ষোভ।
হাওড়া, ২২ ফেব্রুয়ারি:- স্কুলের মিড ডে মিলের রান্না করা খাবার অধিকাংশ ছাত্রীই আজ পায়নি। উপরন্তু যে খাবার দেওয়া হয়েছিল তাও ছিল ‘নিম্নমানের’। এর প্রতিবাদে আজ স্কুলে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা। বুধবার সকালে হাওড়ার সাঁতরাগাছির একটি স্কুলের প্রাথমিক বিভাগে এর জেরে উত্তেজনা ছড়ায়। অভিভাবকদের অভিযোগ, এদিন প্রায় ২০০ জন ছাত্রী ক্লাসে হাজির ছিল। কিন্তু এদের মধ্যে মাত্র […]