হাওড়া,৯ জানুয়ারি:- জেএনইউ-র ঘটনার প্রতিবাদ জানিয়ে এবার রাস্তায় নামলেন শিবপুর আইআইএসটির পড়ুয়ারা। বৃহস্পতিবার বিকেলে এই ইস্যুতে ধিক্কার মিছিল করেন আইআইএসটির পড়ুয়ারা। তাতে শামিল হন অধ্যাপক, অন্য বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা ও এলাকার বাসিন্দারাও। শিবপুর আইআইইএসটির প্রথম গেট থেকে মিছিল শুরু হয়। দ্বিতীয় গেট থেকে কলেজঘাট রোড, আন্দুল রোড, আইআইএসটির তৃতীয় গেট ঘুরে ফের প্রথম গেটের সামনে এসে মিছিল শেষ হয়। মিছিল থেকে জেএনইউ নিয়ে পুলিশের ভূমিকারও তীব্র নিন্দা করা হয়।জেএনইউতে পড়ুয়াদের রক্ষা করতে না পারায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষেরও সমালোচলনা করেন মিছিলে যোগ দিতে আসা ছাত্রছাত্রীরা। দোষীদের কঠোর শাস্তির দাবিও তোলা হয়। প্ল্যাকার্ড, ব্যানার ও পোস্টার হাতে প্রায় শতাধিক জন এই ধিক্কার মিছিলে অংশ নেন। অন্যদিকে,
দিল্লির জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ঘটনা নিয়ে বৃহস্পতিবার বিকেলে সেভ এডুকেশন কমিটির তরফ থেকে হাওড়ায় এক প্রতিবাদ মিছিল বের হয়। যেখানে ছাত্র-যুব এবং বহু সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। হাওড়া জেলা গ্রন্থাগারের সামনে থেকে এই মিছিল শুরু হয়। এরপর মিছিল শেষ হয় কদমতলা বাসস্ট্যান্ডে। উদ্যোক্তাদের অভিযোগ, দিল্লির জহরলাল নেহেরু ইউনিভারসিটিতে এবিভিপি এবং আরএসএসের গুন্ডাদের আক্রমণে রক্তাক্ত হয়েছেন ছাত্র-ছাত্রী থেকে শিক্ষক-শিক্ষিকারা। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তারা এই মিছিলের আয়োজন করেছেন।






