এই মুহূর্তে জেলা

ফেলনা প্লাস্টিক দিয়ে সড়ক নির্মাণ আরামবাগে।

মহেশ্বর চক্রবর্তী, ৫ জুন:- পরিবেশ দিবসে, পরিবেশকে প্লাস্টিক মুক্ত করতে পরিবেশ বান্ধব রাস্তা তৈরি করলো হুগলি জেলার আরামবাগ ব্লক প্রশাসন। আপাতত পরীক্ষা মুলক ভাবে বজ্য প্লাস্টিক কে কাজে লাগিয়ে পিচের রাস্তা তৈরী করা হয়। উল্লেখ্য পরিবেশ দূষণ কমাতে ভারতে ফেলনা প্লাস্টিক দিয়ে সড়ক নির্মাণের ঘোষণা এসেছিল ২০১৬ সালে। এরই মধ্যে দেশে লক্ষাধীক কিলোমিটার রাস্তা সারা দেশে তৈরি হয়েছে। সফলতাও এসেছে। এই প্রথম আরামবাগ ব্লক প্রশাসনের উদ্যোগ আরামবাগে বজ্য প্লাস্টিকের রাস্তা তৈরি হওয়ায় খুশি এলাকার মানুষ। এদিন আরামবাগ ব্লক অফিসে মাত্র ছয় মিটার রাস্তা তৈরি হয়। তাতে দশ কেজি প্লাস্টিক মিশ্রিত করা হয়। এই কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরামবাগ বিডিও

কৌশিক ব্যানার্জী, আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি গুনোধর খাঁড়া সহ ব্লক প্রশাসনের আধিকারিকরা। এই বিষয়ে আরামবাগের বিডিও কৌশিক ব্যানার্জী বলেন, আপাতত পরীক্ষা মূলক ভাবে বজ্য প্লাস্টিক দিয়ে রাস্তা তৈরি করা হলো। বর্ষার পর গ্রামীন এলাকায় বড়ো রাস্তা তৈরি করা হবে। অন্যদিকে পঞ্চায়েত সমিতির সভাপতি গুনোধর খাঁড়া জানান, পরিবেশ দিবসে বৃক্ষরোপনের পাশাপাশি এদিন পরিবেশ বান্ধব রাস্তা তৈরি করার কর্মসূচি নেওয়া হয়। সমাজকে প্লাস্টিক মুক্ত করতে এদিন ব্লকে বজ্য প্লাস্টিক দিয়ে রাস্তা তৈরি করা হয়। সব মিলিয়ে আরামবাগেও এই বজ্য প্লাস্টিকের রাস্তা তৈরি হলে উপকৃত হবে এলাকার মানুষ।