হাওড়া,৯ জানুয়ারি:- আমেরিকা নিবাসী এক প্রবাসী ভারতীয় মহিলার ব্যাগ চুরির ঘটনায় মাত্র কয়েক ঘন্টার মধ্যেই চুরির ঘটনার কিনারা করে ফেলল পুলিশ। তিন মহিলাকে গ্রেফতার করে চুরি যাওয়া ব্যাগ উদ্ধার করল হাওড়া সিটি পুলিশ। এমনকি ব্যাগের মধ্যে থাকা সমস্ত প্রয়োজনীয় নথিপত্র ও টাকাপয়সা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে হাওড়ার বেলুড় মঠে আসেন ওই মহিলা। সেখানেই তাঁর ওয়ালেট চুরি যায় বলে স্থানীয় বেলুড় থানায় অভিযোগ জানান তিনি।
ওই ব্যাগে তাঁর গুরুত্বপূর্ণ নথিপত্র ছাড়াও ছিলো নগদ টাকা। অভিযোগ পেয়েই তৎপর হয় পুলিশ। ঘটনাস্থলে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখেন তদন্তকারী আধিকারিকরা। সেই সুত্র ধরেই এদিন বিকেলে কোন্নগরের বাসিন্দা স্বপ্না চ্যাটার্জি (৫৮), শ্রীরামপুরের বাসিন্দা বাসন্তী সাউ(৪২), ও হাওড়ার গোলাবাড়ির বাসিন্দা রেখা রায়কে গ্রেপ্তার করে পুলিশ। তাদের কাছ থেকে চুরি যাওয়া ওয়ালেট ও যাবতীয় সামগ্রী উদ্ধার করা হয়। চুরি যাওয়া গুরুত্বপূর্ণ নথিপত্র ও টাকা ফিরে পেয়ে হাওড়া সিটি পুলিশের কাজের প্রশংসা করেছেন ওই অনাবাসী ভারতীয় মহিলা।






