কোচবিহার,৯ জানুয়ারি:- নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে রাজনৈতিক চাপানুতর বিজেপি ও তৃণমূলের মধ্যে। গোটা রাজ্যে সম্মুখসমরে নেমেছে এই দলই। এরই মাঝে অবশ্য ক্যা বিরোধী আন্দোলনকে হাতিয়ার করে ধর্মঘটের পথে সামিল হয় কং-বাম জোট।শুধু এই বাংলাতেই নয়, গোটা দেশে এই ইস্যুকে নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। বাংলায় ক্যা বিরুদ্ধে প্রথম থেকেই সুর চরিয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। পাশাপাশি এই আইনের সমর্থনে মাঠে নেমেছে বিজেপিও। গেরুয়া শিবিরের বিভিন্ন সংগঠন এই ইস্যুকে সামনে রেখে ব্যাপক প্রচারে নেমেছে। ইতিমধ্যেই জনসম্পর্ক যাত্রাকে হাতিয়ার করে সাধারন মানুষের ঘরে ঘরে পৌঁছে যান বিজেপির নেতা কর্মীরা। ক্যার সমর্থনে বৃহস্পতিবার দিনহাটায় রাষ্ট্রবাদী নাগরিক মঞ্চের পক্ষ থেকে পদযাত্রা করা হয়। এদিন দিনহাটা রেল স্টেশন থেকে পদযাত্রাটি শুরু হয়ে দিনহাটা শহর পরিক্রমা করে সংহতি ময়দানে শেষ হয়। এদিনের এই কর্মসূচিতে নেতৃত্ব দেন কোচবিহার লোকসভা কেন্দ্রের সাংসদ নিশীথ প্রামানিক, বিজেপির কোচবিহার জেলা সম্পাদক সুদেব কর্মকার সহ অন্যান্যরা । এই পদযাত্রায় অংশ নিয়ে সাংসদ নিশীথ প্রামানিক বলেন, ক্যা-এর নাগরিকত্ব সংশোধনী আইন পাশ হওয়ার ফলে দীর্ঘদিন ধরে যারা নাগরিক অধিকার থেকে বঞ্চিত ছিলেন তারা সেই অধিকার পাবেন। তাই আজ আমরা ক্যার সমর্থনে এই পদযাত্রা করছি। একই সাথে তিনি বলেন, ক্যা নিয়ে সাধারণ মানুষকে ভুল বার্তা দিচ্ছে মুখ্যমন্ত্রী। তৃণমূল বিভাজনের রাজনীতি করে এই ইস্যুতে বিভ্রান্তি ছড়াচ্ছে এই রাজ্যে।