এই মুহূর্তে জেলা

শ্রমিক মেলা সূচনা কোচবিহারে।

 

 কোচবিহারয়,৯ জানুয়ারি:- শ্রম বিভাগের উদ্যোগে সকল শ্রেণীর অসংগঠিত শ্রমিকদের অভিন্ন সামাজিক সুরক্ষা বলয়ে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে শুরু হল শ্রমিক মেলা। কোচবিহার নেতাজি সুভাষ ইন্ডোর স্টেডিয়ামে মাঠে এই শ্রমিক মেলার প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করলেন উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। বৃহস্পতিবার এই মেলার উদ্বোধনী মেলার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহারের অতিরিক্ত জেলাশাসক অভিজিৎ ভট্টাচার্য সহ অন্যান্য আধিকারিকরা।শ্রমিক মেলা উপলক্ষে জেলার বিভিন্ন প্রান্তের শ্রমিকেরা এদিন এই মেলা প্রাঙ্গণে আসেন। শ্রমিকদের অধিকার নিয়ে আলচনা হয় মেলা অঙ্গনে। এদিন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন, রাজ্য সরকারের শ্রমনীতি সম্বন্ধে শ্রমিকদের ওয়াকীবহল করার জন্য এই ধরনের মেলার আয়োজন করা হয়েছে। রাজ্য সরকার অসংগঠিত শ্রমিকদের অভিন্ন সামাজিক বলয়ে অন্তর্ভুক্ত করে তাদের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে চাইছে। ভবিষ্যনিধি পরিকল্পনার মাধ্যমে শ্রমিকরা তাদের অধিকার পাবে। এছাড়াও রাজ্য সরকার শ্রমিকদের নিয়ে নানা ধরনের পরিকল্পনা গ্রহণ করেছে। যা নিয়ে তাদের আর্থিক ও সামাজিক সুরক্ষা পাবে।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.