হাওড়া,৮ জানুয়ারি:- বুধবার বনধের দিন দুপুরে মদ্যপ যুবকদের বাইক রেসের তান্ডবে দুর্ঘটনাগ্রস্ত হয় তৃতীয় শ্রেণির এক স্কুল ছাত্র ও তার বাবা। হাতে গুরুতর চোট নিয়ে ছাত্রটি বর্তমানে শয্যাশায়ী। বাইক চালকেরাও ঘটনায় অল্পবিস্তর জখম হন। এই ঘটনা ঘিরে এদিন বেলুড় শ্রমজীবী হাসপাতালের সামনে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ আসে ঘটনাস্থলে। একজনকে আটক করা হয়। এদিন দুপুরে বাইকের ধাক্কায় গুরুতর জখম হন বাবা ও ছেলে। বেলুড় শ্রমজীবী হাসপাতালের কিছুটা দূরেই জি টি রোডের উপর এই ঘটনাটি ঘটে। ঘটনার পর এলাকার লোকজন সেখানে ছুটে আসেন।
তারাই গুরুতর জখম এক ছাত্র তার বাবাকে রাস্তা থেকে উদ্ধার করে শ্রমজীবী হাসপাতালে নিয়ে যান। মদ্যপ বাইক চালকদের মধ্যে একজনকে ধরে তাকে বালি থানার হাতে তুলে দেওয়া হয়। জানা গেছে, প্রায় প্রতিদিনই এরকম বেপরোয়াভাবে বাইক রেষারেষি চলে এখানে। সামনেই বেলুড় মঠ। এলাকার মানুষের দাবি অবিলম্বে ট্রাফিক পুলিশকে এলাকায় আরও নজরদারি বাড়াতে হবে। না হলে এরকম প্রতিদিনই কোনও না কোনও দুর্ঘটনা ঘটবে। ঘটনার প্রত্যক্ষদর্শী বিজয়লক্ষ্মী রাও জানান, তাদের চোখের সামনেই ঘটনাটি ঘটে। ছাত্রটির হাত ভেঙে যায়। তার বাবার মাথায় গুরুতর চোট লাগে। তাদের সঙ্গে সঙ্গেই উদ্ধার করে বেলুড় শ্রমজীবী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মদ্যপ অবস্থায় যারা গাড়ি চালাচ্ছিলেন তাদের মধ্যে একজনকে ধরে বালি থানার হাতে তুলে দেওয়া হয়েছে।