উঃ২৪পরগনা,২ জানুয়ারি:- লোকসভা ভোটের পরে বনগাঁ, নৈহাটি, গারুলিয়া, কাঁচরাপাড়া, হালিশহর ও ভাটপাড়া পুরসভার দখল নেয়। চার মাসের মধ্যে শাসক দল পাঁচ পুরসভা পুনর্দখল করে। অবশেষে ভাটপাড়া পুরসভা দখল করে তৃণমূল জেলায় রাজনৈতিক এক আধিপত্যের বৃত্ত সম্পূর্ণ করল। অর্জুন-গড়ে পদ্মের নিশান কার্যত শূন্য হয়ে গেল। ৩৫ আসন বিশিষ্ট ভাটপাড়া পুরসভায় ২০১৫ সালের নির্বাচনে তৃণমূল পেয়েছিল ৩৪টি আসন। একটি আসনে জয়লাভ করেছিল সিপিএম।
পরে একজন কাউন্সিলর মারা যাওয়ায় তৃণমূলের কাউন্সিলর সংখ্যা এসে দাঁড়ায় ৩৩। লোকসভায় অর্জুন সিং বিজেপি প্রার্থী হয়ে জিতে যাওয়ার পর কাউন্সিলর পদ থেকে পদত্যাগ করেন। তৃণমূলের আসনসংখ্যা এসে দাঁড়ায় ৩২। অর্জুন সিং লোকসভায় জয়লাভের পর ১৮ জন কাউন্সিলর বিজেপিতে যোগদান করেন। সম্প্রতি বিজেপিতে যোগদান করা ১৮ জন তৃণমূল কাউন্সিলরের মধ্যে ১২ জন তৃণমূল ফিরে আসেন। তাতে তৃণমূলের ক্ষমতার পাল্লা ভারী হয়। এদিন ভোটাভুটিতে দেখা যায় তৃণমূলের পক্ষে ১ জন ও পরে ভাইস চেয়ারম্যান সোমনাথ তালুকদার তৃনমূলের সঙ্গে যোগ দেওয়ায় মোট ১৯ জন কাউন্সিলর দাঁড়ায় । বিজেপির পক্ষে কেউই আসেননি।








