এই মুহূর্তে জেলা

দুর্ঘটনায় মৃত্যু ঘিরে ধুন্ধুমার হাওড়ার পিলখানায়। ঘাতক ট্রাকে ভাঙচুর উন্মত্ত জনতার, অগ্নিসংযোগ।


হাওড়া, ২ জুলাই:- রাতে দুর্ঘটনায় মৃত্যু ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় হাওড়ার গোলাবাড়ি থানা এলাকার পিলখানায়। ঘাতক ট্রাকে ভাঙচুর চালায় উন্মত্ত জনতা। ট্রাকে অগ্নিসংযোগ করা হয়। বিশাল পুলিশবাহিনী ও র‍্যাফ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বৃহস্পতিবার কলকাতায় ভয়াবহ বাস দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই রাতে ফের দুর্ঘটনা ঘটে গেল হাওড়ার পিলখানায়।

অভিযোগ, নিয়ন্ত্রণহীন ট্রাকের ধাক্কায় এক যুবকের মৃত্যু ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। ঘাতক ট্রাকে ভাঙচুর করে অগ্নিসংযোগের চেষ্টা করে উত্তেজিত জনতা। ঘটনাস্থলে নামানো হয় বিশাল পুলিশবাহিনী ও র‍্যাফ। ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন। স্থানীয়দের অভিযোগ, এলাকায় রাত বাড়লেই বেপরোয়াভাবে চলে লরি, ট্রাক সহ মালবাহী গাড়ি। স্থানীয়দের দাবি, রাস্তায় বাম্পার ও পুলিশ নিরাপত্তার ব্যবস্থা করতে হবে।