এই মুহূর্তে জেলা

বাংলা এখন আন্তর্জাতিক ক্ষেত্রে বিনিয়োগের কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে , মুখ্যমন্ত্রী ৷


দীঘা,১১ ডিসেম্বর:- নিউ দীঘার নবনির্মিত কনভেনশন সেন্টার ‘দীঘাশ্রী’তে শুরু হলো বাণিজ্য সম্মেলন।সম্মেলন। ২০ টি দেশের প্রতিনিধি ও ১৫০০ জন অতিথিদের সামনে রাজ্যের বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরেন  তিনি । এ রাজ্যে প্রত্যেক টি প্রত্যন্ত এলাকা এবং সব ধর্ম, ভাষা ও সম্প্রদায়ের মানুষকে সমান গুরুত্ব দেওয়া হয় বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দাবি করেছেন। মুখ্যমন্ত্রী বলেন বৈচিত্রের মধ্যে ঐক্য এদেশের মূল ঐতিহ্য। কিন্তু সেই ঐতিহ্য ক্রমশ হারিয়ে যাচ্ছে । এরাজ্যে সব এলাকা ও মানুষকে সমান গুরুত্ব দেওয়া হয় তাই দীঘায় বানিজ্য সম্মেলনের আয়োজন করা হয়েছে । পাশাপাশি রাজ্যের শিল্প সম্ভাবনা তুলে ধরে তিনি শিল্পপতিদের বিনিয়োগের জন্য আহ্বান জানান। মমতা বলেন‘‘বাংলায় দারিদ্র্যের হার জাতীয় গড়ের তুলনায় ৬ শতাংশ কম৷ জাতীয় উৎপাদনে তুলনায় বাংলায় উৎপাদন বেশি৷ এই মুহূর্তে বাংলায় বিনিয়োগের আন্তর্জাতিক প্রতীক হয়ে উঠেছে ৷ বাংলায় কোনও বৈষম্য নেই ৷ বৈচিত্রের মধ্যে ঐক্য রয়েছে বাংলায় ৷ এখানে বিনিয়োগ করলে আপনাদের কোন সমস্যা হবে না ৷ বাংলায় ৪০% বেকারত্ব কমছে ৷ শিল্পোত্পাদন এগিয়ে গিয়েছে বাংলা ৷ বাংলা এখন উন্নয়নের প্রতীক ৷ বাংলায় আপনাদের সঙ্গে বিভেদমূলক আচরণ করা হবে না ৷’’

There is no slider selected or the slider was deleted.

বলেন, ‘‘আমাদের এখানে দক্ষ কারিগর রয়েছে ৷ সরকারি জমি রয়েছে ৷ শ্রমিক রয়েছে ৷ ফলে আপনারা বিনিয়োগ করলে সরকার আপনাদের সমস্ত রকম ভাবে সহযোগিতা করবে৷ যতটা আমাদের সাধ্যের মধ্যে থাকবে, ততটা আমরা সহযোগিতা করব ৷ দয়া করে আপনারা বাংলায় বিনিয়োগ করুন ৷’’

There is no slider selected or the slider was deleted.

মুখ্যমন্ত্রীর দাবি, ‘‘বাংলা এখন আন্তর্জাতিক ক্ষেত্রে বিনিয়োগের কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে ৷ বাংলায় প্রচুর কর্মসংস্থানের সুযোগ রয়েছে ৷ বিনিয়োগের সেরা ঠিকানা হয়ে দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গ ৷ আপনারা চাইলে পশ্চিমবঙ্গের যেকোনও প্রান্তে বিনিয়োগ করতে পারেন ৷ সমস্ত জায়গায় পরিকাঠামো রয়েছে এবং বাজার রয়েছে ৷’’

There is no slider selected or the slider was deleted.