তরুণ মুখোপাধ্যায়, ১৪ নভেম্বর:- আজ থেকে ৫৪ বছর আগে শ্রীরামপুরের জননেতা প্রাক্তন বিধায়ক অরুণ গোস্বামীর হাত ধরে চারের পল্লী জগদ্ধাত্রী মায়ের সূচনা হয়েছিল। এই পুজো শ্রীরামপুরের অত্যন্ত জনপ্রিয় এবং প্রাচীন পুজো। এ ব্যাপারে পুজোর বর্তমান উদ্যোক্তা অরুণ বাবুর পুত্র অরূপ গোস্বামী জানালেন যে আমার বাবার শুরু করা পুজো দীর্ঘদিন ধরে অত্যন্ত শ্রদ্ধা ভক্তি ভরে আয়োজন হয়ে আসছে।
প্রতিবছর এই পূজা উপলক্ষে আমরা গরিব মানুষদের বস্ত্রদান এবং মায়ের ভোগ বিতরণ করে থাকে। কিন্তু বর্তমান যে মহামারীর একটা আবহ চলছে তার জন্য পুজো আয়োজনে অনেকটাই কাটছাঁট করা হয়েছে। কিন্তু পুজোর যে রীতিনীতি তা কিন্তু বজায় রেখে আমরা মাতৃ আরাধনায় ব্রতী হয়েছি। আমরা মায়ের কাছে প্রার্থনা করছি আগামী বছরগুলোতে যেন এই মহামারী আমাদের মানব সমাজ থেকে দূর হয় এবং আবার সুস্থ শান্তির পৃথিবী ফিরে আসে।