এই মুহূর্তে জেলা

সংবাদপত্র বিক্রেতাদের করোনা যোদ্ধা সম্মান।


হাওড়া, ২০ ফেব্রুয়ারি:- পশ্চিমবঙ্গের এক সংবাদপত্র গ্রুপের উদ্যোগে করোনা যোদ্ধা সংবাদপত্র বিক্রেতাদের সম্বর্ধনা দেওয়া হলো হুগলি জেলার অ্যাকোয়া মেরিনা পার্কে। শনিবার সকাল সাড়ে ১১টা থেকে দিনভর চলে এই অনুষ্ঠান। সেখানে হাওড়া ও হুগলি জেলা থেকে ৭০ জন সংবাদপত্র ডিলার অংশগ্রহণ করেন। এরা কোভিডকালে কিভাবে জীবনের ঝুঁকি নিয়ে মানুষের বাড়ি বাড়ি সংবাদপত্র পৌঁছে দিয়েছেন সেই অভিজ্ঞতার কথা তুলে ধরেন।

There is no slider selected or the slider was deleted.

এর পাশাপাশি জেলায় সংবাদপত্রের বিক্রি বাড়াতে স্থানীয় সংবাদ বেশি করে প্রকাশের দাবিও জানান। এদিনের অনুষ্ঠানে সংবাদপত্র ডিলারদের করোনা যোদ্ধা হিসাবে মেডেল ও সংসাপত্র দিয়ে সম্বর্ধনা জানানো হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু বিশিষ্টজন। পত্রিকার সম্পাদক জানান, করোনাকালে সংবাদপত্র বিক্রেতারা যেভাবে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছেন তা খুবই প্রশংসার যোগ্য।

There is no slider selected or the slider was deleted.