এই মুহূর্তে কলকাতা

সব সেঞ্চুরি সুখের নয়।

হুগলি,২৬ নভেম্বর:- কোলকাতা পোস্তার পর শেওড়াফুলি মার্কেট রাজ্যের মধ্যে দ্বিতীয় বৃহতম মার্কেট। কর্ণাটক, মহারাষ্ট্রের পিঁয়াজ আসে এই মার্কেটে। যোগান কম তাই লাফিয়ে লাফিয়ে বাড়ছে পিঁয়াজের দাম। আজ শেওড়াফুলি মার্কেটে আড়তে পিঁয়াজের দাম 80/- থেকে 90/- টাকা। আগে প্রতিদিন গড়ে 20 থেকে 22 গাড়ি। বর্তমানে এই শেওড়াফুলি আড়তে তিন থেকে চার গাড়ি পিঁয়াজ আসছে। প্রতি গাড়িতে 20 টন পিঁয়াজ থাকে। পাশাপাশি মহরাস্ট্র ও কর্ণাটকে বৃষ্টির জেরে ব্যাপক পরিমান ক্ষতি হয়েছে। পাশাপাশি বস্তায় পিঁয়াজ পচা থাকার কারণে বস্তায় পরিমানে কম হচ্ছে। বিভিন্ন খোলা বাজারের ব্যাবসায়ীরা পরিমানে কম পিঁয়াজ কিনছে আড়ত থেকে।